প্রস্তুতীতেই বাজিমাত

বুড়ো হাড়ের জোর যে এখনও কমে যায়নি তা আবারও প্রমাণ করলেন মহেন্দ্র সিং ধোনি। প্রমান করলেন যে আজও ভারতীয় ক্রিকেটের কত বড় ভরসা তিনি। বিশ্বকাপের প্রস্তুতী ম্যাচে বাংলাদেশকে ৯৫ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিল বিরাট কোহলি-রা। প্রথম প্রস্তুতী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ব্যাটিং বির্পযয় চিন্তায় ফেলে দিয়েছিল ভারতীয় সমর্থকদের। তার কারন টাইটেল কন্টেন্ডার ভারতের এ হেন পারফরম্যান্স মোটেও ঠিক ছিল না। তাই ফিরে আসার প্রয়োজনও ছিল তাদের। কিন্তু এইভাবে ফিরে আসাটা হয়ত অনেকেই ভাবতেও পারে নি। ওপেনিং জুটিতে থাকা রোহিত শর্মা আর শিখর ধাওয়ানের সেই ফর্ম চোখে না পড়লেও মিডল অর্ডারে কেএল রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া শতরানের ওপর ভর করে ৩৫৯ রানের মত পর্বত সমান টার্গেটে পৌঁছতে সক্ষম হয় ভারত। বল হাতে জসপ্রিত বুমরাহ তো ছিলোই বাংলাদেশের ব্যাটিং বির্পযয় ঘটানোর জন্য। তবে লিটন দাস, সৌম সরকার আর মুশফিকর রহিম প্রয়োজনীয় শুরুটা প্রদান করেছিল দলকে তবে তারা ডাগ আউটে ফিরে গেলে, আর কেউ বাংলাদেশের হাল ধরতে পারে নি। ঝোড়ো হাওয়ায় শুকনো পাতার মত ঝড়ে পড়ে বাংলাদেশের বাকি ব্যাটিং লাইনআপ। ফলাফল ৯৫ রানে হার। প্রস্তুতী ম্যাচ দেখে বিশ্বকাপে একটি দলের ছন্দ যাছাই করা ঠিক না হলেও, ভারত যে তাদের এই ছন্দ ধরে রাখতে চাইবে তা বলাই যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...