২৮শে নভেম্বর ২০১৮, ৪৩ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর স্বপ্ন নিয়ে হকি বিশ্বকাপের যাত্রা শুরু করে ভারত। বিশ্বের ১৬টি সেরার সেরা দেশ কোয়ালিফায়ার রাউন্ডের মাধ্যমে অংশগ্রহন করে এই চ্যাম্পিয়নশিপে। টুর্ণামেন্টের শুরুতে ভারতের যাত্রা টা ভালই ছিল। দক্ষিন আফ্রিকাকে ৫-০ গোলে, কানাডাকে ৫-১ গোলে হারানো ও বেলজিয়ামের মত দলের বিরুদ্ধে ২-২ ড্র করে চমকে দেয় দর্শকদের। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর জন্য রয়ে গিয়েছিল শুধুমাত্র একটি ধাপ। এই ধাপ কঠিন হলেও অসম্ভব ছিল না। কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ তিন বার বিশ্বকাপ জয়ী দল নেদারল্যান্ডস। আর এখানেই ঘটল বিপত্তি। নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হল ভারতের। খেলা শুরু ১২ মিনিটের মাথায় অক্সদীপ সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। তবে এই ব্যাবধান বজায় রাখতে পারে নি তারা। ১৫ মিনিটের মাথায় থিয়েরি ব্রিঙ্কম্যানের গোলে সমতা ফেরায় নেদারল্যান্ডস। বাকি ম্যাচ জুড়ে দুই পক্ষই চেষ্টা চালায় গোল পাওয়ার কিন্তু নেদারল্যান্ডসের চেষ্টা স্বার্থক হয় ৫০ মিনিটের মাথায়, উইরডেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচের শেষ মুহূর্তে গোল পাওয়ার ফলে, ফিরে আসার সুযোগ পায় নি ভারত। ২-১ গোলে হেরে এবারের মত হকি বিশ্বকাপকে বিদায় জানাল ভারত।