ইতালির কাছে হেরে ডেভিস কাপ থেকে ছিটকে গেল ভারত। প্রথম দুটি ম্যাচে হেরে শুরুতেই ২-০ পিছিয়ে পড়া ভারতকে আশা দেখিয়েছিল বোপান্না ও সরন। যখন ডবলস ইভেন্টে ইতালিয় জুটি, মাতেও বেরেনটিনি ও সিমনা বলেল্লিকে ৪-৬, ৬-৩, ৬-৪ হারায় তারা। পরবর্তী ম্যাচ মুখোমুখি হয় প্রাজনেস ও ইতালির সেপ্পি। আর তাতেই ঘটে দুর্ঘটনা। সেপ্পির কাছে ১-৪, ৪-৬ সেটে হেরে ডেভিস কাপের যাত্রার ইতি টানতে বাধ্য হয় ভারত। যার ফলে রামকুমার রামানাথানের পরবর্তী ম্যাচ আর খেলানোই হয়নি। দলের এই বির্পযস্থ পারফরম্যান্সে মোটেও খুশি নন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেশ ভুপতি। তার মতে ঘাস ভূমিতে ভারতের কাছে অনেক সুযোগ এসেছিল, কিন্তু অভিজ্ঞতা কম থাকার দরুণ সেই সুযোগের সৎব্যবহার করতে অক্ষম হয় ভারত, যার মর্মান্তিক ফলাফল হল ভারতের ডেভিস কাপ থেকে ছিটকে যাওয়া।