লাস্ট ওভার লাস্ট বলেই বাজিমাত করল ভারত! টি-২০ ম্যাচের প্রথম লিড নিল সুর্যকুমার যাবদের দল

লাস্ট ওভার লাস্ট বলেই বাজিমাত করল ভারত। ২৩ নভেম্বর, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামে ভারত দল।

বিশ্বকাপের পর ফের সুর্যের মধ্যে দেখা গেল সেই তেজ। বিশ্বকাপ ফাইনালে সুর্যকুমার যাদব খারাপ খেলার কারণে নানান কটাক্ষের শিকার হতে হয়েছিলেন, তবে সেই সূর্যকুমার টি-২০ ক্রিকেট সিরিজের প্রথম দিনেই দেখালেন তাঁর ব্যাটের তেজ। এদিন অস্ট্রেলিয়া ২০৯ রানের টার্গেট দেন টিম ইন্ডিয়াকে, তাকেই তাড়া করে দুরন্ত জয় পেল তারা।  

অধিনায়ক হয়ে ফিরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮০ রান করে ম্যাচকে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেল। তবে শুধু সূর্যকুমার নয়, ঈশান কিশান ৩৯ বলে ৫৮ রান করে দারুন পার্ফরমেন্স করেন। তাঁদের দুজনের পার্টনারশিপের রান ১২২। জয়ের দিকে দুজনে মিলে এগিয়ে নিয়ে যায় এই দুই তারকা।  

MixCollage-23-Nov-2023-11-14-PM-4689_11zon

এছাড়া শেষের দিকে চাপে পড়ে যায় ভারত। বেশি রান করতে পারছিল না কেউই, সেই সময় ১৪ বলে ২৮ রানের ম্যাচ খেলে জেতায় রিঙ্কু সিং। ছয় মেরে ম্যাচ শেষ করেন তিনি। তবে, সেই ছয় ধার্য করা হয়নি। কারণ অস্ট্রেলিয়ার শিন অ্যাবট সেই বলটাকে ওভার স্টেপ নো বল করে দিয়েছিলেন। তাই ১ রান পেয়েও জিতে যায় ভারত।

এদিন প্রথমে ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত দল। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে। কিন্তু ৪.৪ ওভারের মাথায় ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করে দেন লেগ স্পিনার রবি বিষ্ণোই। ৩১ রানে ১ উইকেট হারিয়ে প্রথম ধাক্কা খায় অজিদের দল। তবে, দুরন্ত ব্য়াটিং করে ঝড়ের গতিতে ১৩০ রানের পার্টনারশিপ করেন জশ ইংলিশ ও স্টিভ স্মিথ। স্মিথ ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হয়ে যান।

এরপর জশ একাই দলকে আগলে খেলে যান। ১৬.৪ ওভারের মাথায় ৪৭ বলে নিজের প্রথম শতরান সেরে ফেলেন তিনি। কিন্তু ১১০ রানে আউট হন তিনি। এরপর মার্কাস স্টোয়নিস ও স্টিভ ডেভিড পার্টনারশিপ গড়ে শেষ পর্যন্ত খেলে ৩ উইকেটে ২০৮ রান তুলে দেন।

কিন্তু ২ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়াকে টিমকে। ভারত বনাম অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচটা জিতে ১-০ লিড নিয়ে এগিয়ে যায় টিম ইন্ডিয়া।

এটা শেয়ার করতে পারো

...

Loading...