কুস্তিতে স্বর্ণ পদক বৃষ্টি ভারতে

শুটিংয়ের পর এবার কুস্তির ময়দানেও উজ্জ্বল মুখ ভারতের। তাইওয়ানের তাইচুং শহরে আয়োজিত হওয়া অনুর্দ্ধ ১৫ রেসলিং চ্যাম্পিয়নশিপে ৮টি স্বর্ণ পদক আসলো ভারতে। মহিলাদের ৩৯ কেজি বিভাগে দেশের হয়ে সোনা জেতেন ভারতেরকন্টিজেন্ট লিডার’, কোমল। অন্যদিকে মহিলাদের ৩৩কেজি ৩৬কেজি বিভাগে একটি করে সোনা জেতেন সালোনি বাবলি। এছাড়াও পুরুষদের ৪৮কেজি বিভাগে জাপানের ডাইকি ওগাওয়া-কে হারিয়ে ভারতের তৃতীয় স্বর্ণ পদকটি জেতেন আকাশ। এমনকি পুরুষদের ৫৭ কেজি বিভাগে রুপো জেতেন রেসলিং চ্যাম্পিয়নশিপে অভিষেক ঘটা, উদিত কুমার। অন্যদিকে তারই সতীর্থ কপিল, পুরুষদের ৫২ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক উপহার দিয়েছেন ভারতকে।  

গ্রিকো রোমান কুস্তি, যা বরাবর ভারতকে আশাহত করেছে, এইবার সেই বিভাগেও দুটি স্বর্ণ পদক দুটি রৌপ পদক এসেছে ভারতের ঘরে। পুরুষদের ৬৮কেজি বিভাগে কাজকস্তানের প্রতিপক্ষ কোর্গানভ-কে হারিয়ে সোনা জেতেন অঙ্কিত গুলিয়া। আর পুরুষদের ৭৫কেজি বিভাগে দ্বিতীয় সোনাটি জেতেন চিরাগ ঢালিয়া। আর বাকি দুটি রৌপো পদক এসেছে ৬২কেজি ৮৫কেজি বিভাগে,যখন ভারতের হয়ে দুটি পদক জেতেন সুমিত আর্শদীপ সিং। 

বর্তমানে ১২৫ পয়েন্ট পেয়ে আপাতত পদক তালিকার শীর্ষে রয়েছে ভারত আর ১২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাজকস্তান। কুস্তির ময়দানে ভারতের এই সাফল্যে যথেষ্ট উচ্ছ্বসিত গোটা ক্রীড়ামহল।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...