টি২০ সিরিজ ক্লিন-সুইপ ভারতের

প্রথম দুই ম্যাচে কার্যত আত্মসমর্পণ করে সিরিজ হাতছাড়া করার পর সিরিজের শেষ টি২০ ম্যাচে জিতে সম্মানরক্ষার চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের আশাকে কার্যত ধুলোয় মিশিয়ে দিয়ে ভারত টি২০ সিরিজ - ফলে ক্লিন সুইপ করল। মঙ্গলবার গোয়ানা তৃতীয় আন্তর্জাতিক টি২০ ম্যাচে উইকেটে জিতে নিজেদের আত্মবিশ্বাস মজবুত করল মেন ইন ব্লু।

সিরিজ আগেই জিতে যাওয়ায় এদিন নিজেদের দলে নানা পরিবর্তন করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি দলে সুযোগ পান কেএল রাহুল দীপক চাহার, এছাড়া দেশের জার্সিতে অভিষেক করলেন লেগস্পিনার রাহুল চাহার। টসে জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় পিচে স্যাঁতসেঁতে হওয়ায় পেস বোলারদের জন্য সুবিধে হবে জেনে বিরাট বোলিং করার সিদ্ধান্ত নেন আর পিচের পুরো ফায়দা তুললেন সুইং বোলার দীপক চাহার। শুরুর দিকে এভিন লুইস (১০), সুনীল নারিন () শিমরণ হেটমায়ার ()-কে তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ফেলে দেন দীপক। কিন্তু অভিজ্ঞ কায়রন পোলার্ড (৫৮)-এর দায়িত্বশীল ব্যাটিং শেষের দিকে রভমন পাওয়েল (অপরাজিত ৩২)-এর দুর্দান্ত ইনিংসের জেরে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬টি উইকেট হারিয়ে তোলে ১৪৬ রান দীপক চাহার এর বোলিং ফিগার এক কথায় ছিল অসাধারণ, ওভারে ১টি মেডেন দিয়ে মাত্র রানে উইকেট নেন তিনি। এছাড়া দীপকের ছোট ভাই রাহুল চাহার শুরুর দিকে মার খেলেও কার্লোস ব্র্যাথওয়েট-কে তুলে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম উইকেট পান তিনি। এছাড়া ২টি উইকেট নেন পেস বোলার নভদীপ সাইনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ান এর উইকেট হারায় ভারত। কেএল রাহুল (২০)- বেশিক্ষণ থাকতে পারেননি। কিন্তু দলকে একেবারে জয়ের দোরগোড়ায় নিয়ে যান অধিনায়ক বিরাট কোহলি (৫৯) ঋষভ পন্থ (অপরাজিত ৬৫) এর আগে দুটি ম্যাচে খারাপ শট খেলে তরুণ উইকেটকিপার পন্থ আউট হওয়ার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে, কিন্তু এই ম্যাচে তার ধৈর্যশীল অথচ মারমুখী ব্যাটিং ঋষভ পন্থ বুঝিয়ে দিলেন, কেন তিনি জাতীয় দলে থাকার যোগ্য। শেষপর্যন্ত বল বাকি থাকতে ভারত উইকেটে ম্যাচটি জিতে যায়। 

শুরুর দিকে উইকেট নেওয়ায় দীপক চাহার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এবং ব্যাট-বল-ফিল্ডিং দুর্দান্ত পারফর্মেন্সের জন্য ক্রুণাল পান্ডিয়া ম্যান অফ দ্য সিরিজ এর পুরষ্কার পান। টি২০ সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে ম্যাচের আন্তর্জাতিক একদিনের সিরিজ। আগস্ট গোয়ানায় প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...