অনন্য রেকর্ড কোহলির

ইডেনে ঐতিহাসিক টেস্ট জয়ের পর নয়া নজির বিরাট কোহলি-র। শনিবার বাংলাদেশকে এক ইনিংস ৪৬ রানে হারিয়ে এই রেকর্ডের অধিকারী হল ভারত।

দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি টেস্ট বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট জিতে, পর পর চারবার প্রতিপক্ষকে ইনিংসে হারিয়ে, বিশ্বরেকর্ডের অধিকারী হলেন কোহলির ভারত। প্রথম ইনিংসে ইশান্ত শর্মার আগুনে বোলিংয়ের সামনে ধরাসায়ি হয়ে মাত্র ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতরানের ওপর ভর করে, ৩৪৭ রানেডিক্লেয়ারঘোষণা করে কোহলি। ২৪১ রানে লিড নিয়ে ফের বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠায়। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং বিপর্যয় মুখে পড়ে বাংলাদেশ। উমেশ যাদবের অনবদ্য বোলিয়ের জেরে ১৯৫ রান করেই গুটিয়ে যায় মমিনুল হকেদের ইনিংস। ফলাফল এক ইনিংস  ৪৬ রানে জয় পায় ভারত। 

এর সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪টি টেস্ট ম্যাচ ইনিংসে জিতে, অনন্য রেকর্ড করেমেন ইন ব্লু আর সেই দলের অধিনায়ক হিসাবে তাই বিরাট কোহলিরও নাম উঠে গেল বিশ্বরেকর্ডের খাতায়। শুধু তাই নয়, দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারানোর পর পরপর ১১টি টেস্ট ম্যাচ জিতে ধোনির টানা নটি টেস্ট ম্যাচের রেকর্ড গড়েন তিনি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬০ পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার শীর্ষে রয়েছে ভারত। ১১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া আর ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...