চিনের নতুন প্রজন্ম 'সিটিসি' চায়ের দিকে ঝুঁকছে। কমদামে উচ্চমানের এই চাপাতা কিনতে আগ্রহী হয়েছে চিন। এই পরিপ্রেক্ষিতে ২০২০ সালে এই ব্যাপারে বাণিজ্যের সম্প্রসারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ির চা চাষিরা তাই যথেষ্ট আশাবাদী হয়ে পড়েছেন। এই ব্যাপারে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার এমনটাই জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ থেকে ২৪ সেপ্টেম্বর চিনে চা নিয়ে বাণিজ্য সম্মেলন সংঘটিত হয়েছিল। সেখানেই বণিক মহল জলপাইগুড়ির ছোট চা বাগানের চা কেনায় আগ্রহ প্রকাশ করেছে। চীনের 'গ্রিন টি' ভারতের সকলের যথেষ্ট প্রিয় একটি পানীয়। সেই জায়গায় সেখানকার নতুন প্রজন্ম যে এখানকার 'কালো চা' পছন্দ করছে, তা যথেষ্ট আশার কথা ভারতের তথা জলপাইগুড়ির চা চাষিদের কাছে। গত বছর চিনে ভারত ১০.২২ মিলিয়ন কেজি চা রফতানি করেছে। এই ব্যাপারে স্থানীয় ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী জানিয়েছেন, চিনের ‘হাং জু’ শহরের বিখ্যাত ফুড প্রডাক্ট কোম্পানি জলপাইগুড়ি এসেছিল এই মাসেই। তারা চা কেনার ব্যাপারে উৎসাহী বলে জানিয়েছে।
উৎসবের মরশুমে তাই জলপাইগুড়ির চা চাষিদের মুখে হাসি ফুটেছে তা বলাই বাহুল্য।