ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে জয় ভারতের। শুক্রবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেল ‘মেন ইন ব্লু’ । হায়দ্রাবাদের ‘ব্যাটিং ফ্রেন্ডলি’ পিচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলি। খেলার শুরুতেই ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমনসের উইকেট পেয়ে গেলেও, ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ব্যাটসম্যানরা এগিয়ে নিয়ে যায় তাদের ইনিংস। ব্র্যান্ডন কিং ও এভিন লুইসের ব্যাটিং-এর ওপর ভর করে স্থিতিশীল জায়গায় পৌঁছোয় তারা। তবে শিমরন হ্যেটমায়ার ও অধিনায়ক কায়রোন পোলার্ডের বিধ্বংসি ইনিংসের ওপর ভর করে ২০৭ রান করে ওয়েস্ট ইন্ডিস।
দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামলে মাত্র ৯রান করেই প্যাভিলি.নে ফিরে যেতে হয় হিটম্যানকে। তবে তা খুব একটা সমস্যায় ফেলতে পারে নি ভারতকে। ক্রিজের অন্য প্রান্তে ছিল টি-২০ স্পেশালিস্ট কে এল রাহুল। রোহিত শর্মার অভাব বিন্দুমাত্র বুঝতে দেয় নি কর্ণাটকের এই ব্যাটসম্যান। তবে ভারতের এই অনবদ্য জয়ের মূল কান্ডারি যিনি, তিনি হলেন অধিনায়ক বিরাট কোহলি। তার ৫০ বলে ৯৪ রান ও কে এল রাহুলের ৪০ বলে ৬২ রানের ওপর ভর করেই আট বল বাকি থাকতে প্রয়োজনিয় রান তুলে নেয় ভারত।এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে, বিরাট কোহলি আরও একবার প্রমাণ করে দিলেন যে কেন তাঁকে ‘রান মেশিন’ বা ‘চেজ মাস্টার’ বলা হয়। এই ম্যাচ জিতে আপাতত ১-০ এগিয়ে ‘মেন ইন ব্লু’। ভারতের পরবর্তী টি-২০ ত্রিবান্দ্রমের গ্রিণফিল্ড ক্রিকেট স্টেডিয়ামে।