বিরাটের শতরান ও ভুবির আগুনে বোলিংয়ে মাত ক্যারিবিয়ানরা

প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের সম্মুখ সমর থেকে বঞ্চিত হয়েছিল ক্রিকেটপ্রেমীরা। কিন্তু দ্বিতীয় একদিনের ম্যাচও বৃষ্টিবিঘ্নিত হলেও দেখা গেছে ভারত ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাট-বলের লড়াই। আর তাতে সসম্মানে জয়ী ভারতীয় দল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দুর্দান্ত শতরান ভুবনেশ্বর কুমার এর দুর্দান্ত বোলিং এর দরুণ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে ৫৯ রানে জয়লাভ করে সিরিজে এগিয়ে থাকল মেন ইন ব্লু।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। পরের দিকে উইকেট স্লো হবে বলে ব্যাট করতে চায় তারা, এমনটাই জানিয়েছিল বিরাট। কিন্তু ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান () দ্রুত আউট হওয়ার পর সামাল দেন বিরাট কোহলি রোহিত শর্মা (১৮) কিন্তু পরপর রোহিত ঋষভ পন্থ (২০) আউট হওয়ার পর সমস্যায় পড়েছিল ভারতীয় দল। সেখান থেকে বড় একটি পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক বিরাট শ্রেয়াস আইয়ার আর তারই মধ্যে বিরাট কোহলি (১২০) তুলে নেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের কেরিয়ারের ৪২তম শতরান। পাশাপাশি দুর্দান্ত খেলেন শ্রেয়াস আইয়ারও (৭১) কিন্তু শেষদিকে ভালো বল করে ওয়েস্ট ইন্ডিজ এর বোলাররা। শেল্ডন কটরেল (-৪৯), রোস্টন চেস (-৩৭) কার্লোস ব্র্যাথওয়েট (-৫৩) এর জেরে ৭ উইকেট হারিয়ে ২৭৯ তোলে ভারত।

২৮০ রানের লক্ষ্য নিয়ে নামতে গেলে একেবারে বুঝেশুনে খেলতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ এর দুই ওপেনার ক্রিস গেইল (১১) এভিন লুইস (৬৫) কিন্তু গেইল শাই হোপ () আউট হলে চাপের মুখে পড়ে ক্যারিবিয়ানরা। এরপর বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমে ৪৬ নেমে আসে এবং ডাকওয়ার্থ-লুইস-স্টের্ন নিয়মে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭০। কিন্তু একা নিকোলাস পুরান (৪২) ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। দুর্দান্ত বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ এর ব্যাটিং মেরুদন্ডকে ভেঙ্গে দেন ভুবনেশ্বর কুমার (-৩১) মহম্মদ শামি (-৩৯) ৪২ ওভারে ২১০ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

কেরিয়ারের ৪২তম একদিনের ক্রিকেটের শতরান করে ম্যান অফ দ্য ম্যাচ হন বিরাট কোহলি। তৃতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার কুইন্স পার্ক ওভালে

এটা শেয়ার করতে পারো

...

Loading...