পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ভারত।

ভারতের মাটিতে পা রেখেই পাকিস্তান দলের কোচ বড়ো টুর্নামেন্টের স্মৃতি উস্কে প্রতিযোগিতায় বিজয়লাভের আশায় ছেড়েছিলেন হুঙ্কার। মনে করাতে চেয়েছিলেন তাঁদের লড়াই হবে এবার সেয়ানে সেয়ানে। ভারতীয় দল তাতে কোনোরকম প্রতিক্রিয়া দেননি। নীরব ছিলেন। আর তাতেই বাজিমাত। কথায় নয় কাজে করে দেখালেন ভারতীয় হকি দল।

processed-b6c0ebd2-3d9c-45ed-9549-20ce59f5476b_lHeEUKV6

প্রথম চার ম্যাচের মধ্যে তিনটি জয় ও একটি ড্র। অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত।

ভারতের কাছে ৮ গোলে হেরে গেল পাকিস্তান অথচ ম্যাচের শুরুতে গোল করে গোল পেয়ে গিয়েছিল তারা। দু’মিনিটেই গোল করে ফেলেছিলেন পাকিস্তানের মুহম্মদ খান। রিভিউতে অবশ্য সেই গোল বাতিল করে দেন  টেলিভিশন আম্পায়ার। তবে ভারতের বিরুদ্ধে পেনাল্টি কর্নার দেন তিনি।  উমর ভুট্টোর ক্রস থেকে সুফিয়ানের শট বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক। গ্রিন কার্ড দেখেন পাকিস্তান অধিনায়ক। দ্বিতীয় কোয়ার্টারে একজন খেলোয়াড় কম নিয়েই ময়দানে নামে পাকিস্তান।

তবে রক্ষণ মজবুত রেখেও হয়নি সুরাহা পাকিস্তানের।

প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরে ভারত। প্রথম কোয়ার্টার তখন শেষের মুখে। পেনাল্টি কর্নার থেকে গোল করে অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারের ২৩মিনিটে ফের পেনাল্টি কর্নার। এবারও গোল করে সেই অধিনায়ক হরমনপ্রীতই। এরপর তৃতীয় কোয়ার্টার কার্যত অপ্রতিরোধ্য হয়ে ওঠে ভারত। খেলার ফল হয়ে যায় ৩-০।গোল করেন যুগরাজ সিংহ। চতুর্থ গোল দিতেই বাধে বিপত্তি। সময় ৩৯ মিনিট। কিন্তু ভিডিও রেফারলে তা বাতিল হয়। কিন্তু ম্যাচ শেষ হবার ঠিক ৫মিনিট আগে চতুর্থ গোল ভারতের। আকাশদীপ সিংহ ভারতের ঝুলিতে যোগ করেন এই গোল সংখ্যা।

চেন্নাইতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি  ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে মাঠে যেমন আকর্ষণ, তেমনই অনবদ্য পারফরম্যান্সের অপেক্ষায় ছিলেন ভারতীয় হকি প্রেমীরা। গ্রুপ পর্বের খেলার শেষ দিনের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় অনন্য বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা। ভারতের কাছে বড় হারে গোল পার্থক্যে সেমির লড়াই থেকে ছিটকে গেল পাকিস্তান। এবার সেমি ফাইনালের ময়দানে কি হতে চলেছে ভারতের ভবিষ্যৎ? সামনে রয়েছে জাপান। অন্য সেমিফাইনালে মালেয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া নামবে ময়দানে। সেমিফাইনালে ভারতের পারফরমেন্স থাকবে কেমন? জানতে উদগ্রীব সকলেই।

এটা শেয়ার করতে পারো

...

Loading...