ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের শুভ সূচনা। রবিবার ব্রিস্টলোর কাউন্টি গ্রাউন্ডে টি-২০ সিরিজ জয় পেল তারা। এর সাথে সাথে ৩ ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জয় পেল কোহলি অ্যান্ড কো। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে জেসন রয়(৬৭) ও জোস বাটলারের(৩৪) অনবদ্য পার্টনারশিপের জেরে ৬ ওভারেই ৭৩ রান করে চাঁপে ফেলে দেয় ভারতীয় বোলিং লাইনআপকে। তারপর অ্যালেক্স হেল্সের ৩০ রানে ও বেয়ারস্টোয়ের ২৫ রানের জেরে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কেএল রাহুল ও শিখর ধওয়ানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারতের ব্যটিং। ম্যাচের হাল ধরে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মার ৫৬ বলে ১০০ রান ও কোহলির ২৯ বলে ৪৩ রানের ওপর ভর করে জয়ের ধারায় ফিরে আসে ভারত। ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারেই ২০১ রান করে ৭ উইকেটে জয় পায় ভারত। ম্যচের সেরা রোহিত শর্মা। টি-২০ সিরিজ জয়ের পর এবার লক্ষ ৩টি ওয়ান ডে ও ৫টি টেস্ট।