চালু হবে ভারত-বাংলাদেশ বন্ধ হয়ে যাওয়া রেল পরিষেবা

বাংলাদেশ ও ভারতের মধ্যে আবার রেল পরিষেবা চালু করা হবে বলে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সমস্ত রুটে রেলের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি আবার চালু করা হবে। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা-কুড়িগ্রাম-ঢাকা রুটে প্রথম আন্তঃনগর ট্রেন চালু এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের রেক প্রতিস্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন হাসিনা।

      বহুদিন ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকার পর ২০০৮ সালে ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস এবং ২০১৭ সালে খুলনা-কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস চালু হয়। এছাড়াও দুটি দেশের মধ্যে রেলের যোগাযোগ বাড়ানোর জন্য হলদিবাড়ি-চিলাহাটি, আখাউড়া-আগরতলা সহ কয়েকটি রুট পুনরুদ্ধারের কাজ চলছে।

            প্রধানমন্ত্রী হাসিনা জানিয়েছেন, উত্তরবঙ্গে যে সমস্ত রেল যোগাযোগ বন্ধ ছিল, সেগুলো চালু করা হয়েছে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হওয়ার পর যে সমস্ত লিংকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল তখনকার পাকিস্তানের পক্ষ থেকে সেই লিংকগুলো আবার চালু করে দেওয়া হচ্ছে। বন্ধ রুটে রেল পরিষেবা পুনরায় চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...