India at Paris Olympics 2024: শেষ হল প্যারিস অলিম্পিক্স, ভারতের ঝুলিতে কতগুলি মেডেল?

আগামী ১১ই অগাস্ট শেষ হল প্যারিস অলিম্পিক্স ২০২৪ এর যাত্রা। রবিবার রাতে টুর্নামেন্ট শেষের অনুষ্ঠানে ঝলমল করে উঠল আইফেল টাওয়ার। কিন্তু এই আনন্দে খুশি হতে পারল না ভারতীয় খেলোয়াড়রা। কারণ, অলিম্পিক্সের শুরুতে পদক জয়ের যে প্রতিশ্রুতি নিয়ে তারা ময়দানে নেমেছিল, তা পূরণ হয়নি। সোনা জয় তো স্বপ্ন, এইবারের নানান ইভেন্ট থেকে ভারতের হাতে এসেছে মোট ৬ টি পদক। পদকতালিকায় ভারতের স্থান ৭১ –এ। প্রতিবেশী দেশ পাকিস্তান প্যারিস অলিম্পিক্সে একটিই পদক জিতেছে। জ্যাভলিন থ্রো –তে সোনা জিতেছে আর্শাদ নাদিম। তবু তারা ভারতের উপরে, ৬২ নম্বরে।

Highlights:

১। ভারতের ঝুলিতে মোট কটা পদক এল?

২। পদকতালিকায় ভারতের স্থান কত?

৩। প্যারিস অলিম্পিক্সে ২০২৪-এ ভারতের লগ্নি কত?

প্যারিস অলিম্পিক্স ২০২৪ এ ভারতঃ

মোট প্রতিযোগী – ১১৭

মোট পদক – ৬

  • রুপো – ১
  • ব্রোঞ্জ – ৫

পদক তালিকায় ভারতের স্থান – ৭১ নম্বর

 

অলিম্পিক্সে ভারতের হয়ে পদক জিতেছেন যারাঃ

নীরজ চোপড়া (জ্যাভলিন থ্রো) – রুপো

মানু ভাকের (১০ মিটার এয়ার পিস্তল) – ব্রোঞ্জ

মানু ভাকের ও সরবজ্যোৎ সিংহ (১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট) – ব্রোঞ্জ

স্বপ্নিল কুসলে (৫০ মিটার রাইফেল থ্রি পজিশন) – ব্রোঞ্জ

ভারতীয় হকি টিম (হকি) – ব্রোঞ্জ

আমন শেরাওয়াত (কুস্তি) – ব্রোঞ্জ

 

প্যারিস অলিম্পিক্সে সর্বোচ্চ সোনাজয়ী প্রথম ৩ টি দেশঃ

আমেরিকা – ৪০টি সোনা, মোট পদক ১২৬

চিন – সোনা ৪০, মোট পদক ৯১

জাপান - ২০টি সোনা, মোট পদক ৪৫

 

প্যারিস অলিম্পিক্সে ২০২৪-এ ভারতের লগ্নিঃ

অ্যাথলেটিক্স - ৯৬.০৮ কোটি

ব্যাডমিন্টন - ৭২.০৩ কোটি

বক্সিংয়ে - ৬০.৯৩ কোটি

হকি - ৪১ কোটি

তিরন্দাজিতে - ৩৯.১৮ কোটি 

ভারোত্তোলন - ২৭ কোটি

জুডো - ৬.৩ কোটি

সাঁতার - ৩.৯০ কোটি

 

খেলোয়াড় অনুযায়ী খরচঃ

নীরজ চোপড়া - ৫.৭২ কোটি

সাত্ত্বিক-চিরাগ (ব্যাডমিন্টন) - ৫.৬২ কোটি

পি ভি সিন্ধু - ৩.১৩ কোটি

মীরাবাই চানু - ২.৭৪ কোটি

মনু ভাকের - ১.৬৮ কোটি

রোহন বোপান্না - ১.৫৬ কোটি

অঙ্কিতা ভকত, ধীরজ - ১.০৭ কোটি

নিখাত জ়ারিন – ৯১.৭৯ লক্ষ

লাভলিনা বরগোঁহাইয় - ৮১.৭৬ লক্ষ

অমিত পঙ্ঘাল - ৬৫.৯০ লক্ষ

এটা শেয়ার করতে পারো

...

Loading...