দলের করুন প্রদর্শন, মালায়শিয়ার কাছে ২-৩ ব্যাবধানে হেরে চীনের নাননিং-এ আয়োজিত সুদিরমান কাপ থেকে কার্যত বিদায় ভারতের। ছন্দে থাকা কিদাম্বি শ্রীকান্তের বদলে সামির ভার্মা কে প্রথমে পাঠানোর পরিকল্পনা যে ব্যকফায়ার করবে তা হয়তো ভাবেতে পারেনি চিন্তাবিদরা। ফলাফল মালায়শিয়ার জি জিয়া লি-র কাছে ২১-১৩, ২১-১৫ সেটে হার সামিরের। শুরুটা ভালোই হয়েছিল ভারতের। অশ্বিনী পোনাপ্পা ও সত্বিকসাইরাজ মিক্সড ডবল জুটি ১৬-২১, ২১-১৭ ও ২৪-২২ সেটে হারায় মালায়শিয়ান জুটি শেবন জেমি লাই ও হুয়াট গো সুন-দের। ১-০ ব্যাবধানে এগিয়ে যায় ভারত। কিন্তু সামিরের পরাজয়ের ফলে ১-১ ব্যবধান রেখেই পরবর্তী ম্যাচে জিন উই গো-র বিরুদ্ধে খেলতে নামে পিভি সিন্ধু। ২১-১২, ২১-৮ স্কোরলাইনে তাকে হারিয়ে ভারতকে এগিয়ে দেয় সিন্ধু। তবে সেটাই ছিল ভারতের অন্তিম পয়েন্ট। এর পরে মেন্স ডাবল ইভেন্ট ও উইমেন্স ডবল ইভেন্টে-র দুটি ম্যাচ হেরেই ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ হয় ভারতের যাত্রা। সুদিরমান কাপে ভারতের যাত্রাটা মসৃন হতো যদি মালায়শিয়ার বিরুদ্ধে জয় হাসিল করতে পারত ভারত। ভারতের পরবর্তী প্রতিপক্ষ বিধ্বংসী চীনের বিরুদ্ধে যারা সিঙ্গল হোক বা ডাবলস দুই ক্ষেত্রেই মারাত্মক প্রদর্শনের অধিকারী। তাই ভারতকে জয় পেতে গেলে যে পর্বত পার করতে হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই বলাই যায় যে সুদিরমান কাপ থেকে কার্যত বিদায় ভারতের।