বৃহস্পতিবার হোমল্যান্ড সিকিউরিটি ডায়লগ ফোরামের ডাকা বৈঠকে নতুন পদক্ষেপ নিল ভারত ও আমেরিকা। ভারতের হোম মিনিস্ট্রির অ্যাডিশনাল সেক্রেটারি রাজনি শেখরি সিবাল ও আমেরিকার ডিপার্টমেনট অফ হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি আন্ডার সেক্রেটারি জেমস ম্যাককেমেন্টরের প্রতিনিধিত্বে দুই দেশ সন্ত্রাস দমন, বিমান পরিবহন নিরাপত্তা, অভিবাসন সহ আরো বিভিন্ন সমস্যার বিরুদ্ধে দ্বিপার্শিক সহযোগিতায় সমাধান করতে অঙ্গিকারবদ্ধ হয়েছে। যার ফলে দুটি দেশের মধ্যে অভিবাসন ও সন্ত্রাস সম্পর্কিত তথ্য আদান প্রদান করা যাবে বলে জানানো হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডায়লগ ফোরামের তরফ থেকে।