আমার স্বাধীনতা- ৩

আমার কাছে স্বাধীনতা মানে মুক্তি। মনের সব মলিনতা থেকে মুক্তি। ইচ্ছেদের ডানা মেলার শক্তি। স্বাধীনতার বিস্তার হোক খোলা আকাশের মত। যে স্বাধীনতায় কোন পরাধীনতার দূষণ থাকবে না, অথচ স্বেচ্ছাচারিতা নামের কোন দমবন্ধকর শৃংখল থাকবে না। আমার চোখে স্বাধীনতা এমনই এক বিশৃঙ্খলা যেখানে চিন্তা-ভাবনারা কোন শৃংখলে আবদ্ধ হবে না। বছর চল্লিশের যে গৃহবধূটা রোজ বাজার করে বাড়ি ফেরার পথে ভাবে তার পায়ের তলার মাটিটা শক্ত হলে জীবনটা আরো অন্যরকম হতো, তার সেই অন্যরকম জীবন খুঁজে পাওয়ার নাম স্বাধীনতা। ইঞ্জিনিয়ারিং পড়া ছেলেটার সময়ের অভাবে রঙ,তুলি,ক্যানভাস ছুঁয়ে দেখা হয়না অনেকদিন। ব্যস্ত জীবন থেকে ওই ছেলেটার নিজের সময়টুকু বের করে নেওয়ার ক্ষমতাই স্বাধীনতা। সীমান্তে কাজ করা রফিকের পরিবারের মানুষের সুরক্ষিত থাকার নাম স্বাধীনতা। ট্যাক্সিওয়ালা বেনুগোপালের বাড়িতে রোজ ভাত ফোটার গন্ধেই থাকে স্বাধীনতা। ডোনেশনের টাকার চিন্তায় যেদিন কোন বাবার কপালে তাঁর সন্তানকে পড়াশোনা শেখানোর চিন্তার ভাঁজ পড়বে না সেদিন আমরা স্বাধীন হব।চামেলীর দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে যেদিন কেউ ছক্কা বলবেনা, আমরা সেদিন স্বাধীন হব।ডাক্তার রায়ের অনেক দিন বাড়ি যাওয়া হয় না রোগীর চাপে, ছেলের কথা খুব মনে পড়ে। তাঁর ছেলেকে জড়িয়ে ধরার সেই সুযোগের নাম স্বাধীনতা। স্বাধীনতা শুধু একটা শব্দ নয়, কোন এক দিনের উদযাপন সম্ভব হয় না এই অনন্ত অনুভূতির। স্বাধীনতা মানে খোলা আকাশ,মুক্ত বাতাস যেখানে থাকে না কোন মন খারাপের গ্লানি। কেমন স্বাধীনতা কি আসবে কখনো?

এটা শেয়ার করতে পারো

...

Loading...