Independence Day: ভারতবর্ষ ছাড়া আর কোন কোন দেশে ১৫ই অগস্ট স্বাধীনতা দিবস পালন হয়?

কিছুদিন পরেই আসছে ১৫ই অগস্ট। স্বাধীনতা দিবস হিসেবে এই দিনটি সারা ভারতবাসীর কাছে খুব আনন্দের এক দিন। এইদিন স্কুল থেকে রাস্তাঘাট সর্বত্র দেশাত্ববোধক গানে মুখরিত হয়। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে দিনটিকে উদযাপন করে ভারতবাসী। প্রায় ২০০ বছর পর এইদিনই ভারতবর্ষ ইংরেজ শাসন থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু জানেন কী? ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর বুকে এমন অনেক দেশ রয়েছে, যেখানে এই একই দিনে স্বাধীনতা দিবস পলন করা হয়। চলুন জেনে নেওয়া যাক সেইসব দেশের কথা-

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াঃ


এই দিনটি উত্তর ও দক্ষিণ, দুই কোরিয়ার পক্ষেই খুব গুরুত্বপূর্ণ। এটিকে ন্যাশানাল লিবারেশন ডে অফ ইন্ডিয়া বলেও অভিহিত করা হয়। ১৫ই অগস্টই কোরিয়া জাপানের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করেছিল। দীর্ঘ ৩৫ বছরে ধরে তারা জাপানের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। এই দিনটি তাদের কাছে ‘গ্ওয়াংবোকজিওল’ নামেও পরিচিত, যার অর্থ ‘আলোর পুনরুদ্ধারের সময়’। জাপানি বাহিনীর কাছ থেকে মুক্তির তিন বছর পর এখানে দুটি স্বাধীন কোরিয়া সরকার গঠিত হয়। পরবর্তীকালে দুই দেশ ভাগ হয়ে গেলেও এই দুই দেশে একই দিন স্বাধীনতা দিবস পালন করে।

বাহারিনঃ


বাহারিন দেশটি আদতে ১৪ই আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু সেই দেশের মানুষ ১৫ই অগস্ট দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করে। এটিই ছিল প্রথম উপসাগরীয় দেশ যেখানে তেল আবিষ্কৃত হয়েছিল এবং একটি শোধনাগার নির্মিত হয়েছিল। ১৯৩১ সালে, ব্রিটেন এবং অটোমান সরকার দেশটিকে স্বাধীন স্বীকৃতি দিয়ে চুক্তি স্বাক্ষর করলেও এটি ব্রিটিশ শাসনের অধীনেই থেকে যায়। পরবর্তীকালে ১৯৭১ সালে এটি সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করে।

কঙ্গোঃ


১৫ই অগস্ট দিনটি কঙ্গো দেশে ‘কঙ্গো জাতীয় দিবস’ নামে পরিচিত। এইদিন তারা স্বাধীনতা দিবস পালন করে। ১৯৬০ সালে এইদিন দেশটি ফ্রান্সের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। প্রসঙ্গত, ১৯৬৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত এই রাষ্ট্রে মার্কসবাদ ও লেলিনবাদ আদর্শ খুব প্রভাবশালী ছিল।

লিচেনস্টাইন


বিশ্বের ষষ্ঠ-ক্ষুদ্রতম দেশ হল লিচেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ অগস্ট, দেশটি জার্মানির শাসন থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু সেই সাল থেকেই লিচেনস্টাইনে স্বাধীনতা দিবস পালন করা হয়নি। পরবর্তীকালে ১৯৪০ সাল থেকে, ১৫ই অগাস্ট দিনটিকে লিচেনস্টাইনে জাতীয় ছুটির দিন হিসাবে পালিত করা হয়। এইদিন তারা আকাশ আতসবাজির আলোয় ভরিয়ে তুলে এই দিনটিকে উদযাপন করে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...