স্বাধীনতা দিবসে আসছে একগুচ্ছ দেশাত্ববোধক ওয়েব সিরিজ

৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ওয়েব প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ ওয়েব সিরিজ। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতেই ওয়েব প্ল্যাটফর্মের এই নিবেদন।

নাগেশ কুকুনুর এবং বিনয় ওয়াইকুল পরিচালিত সিরিজ টেস্ট কেস’ শিখা শর্মাকে দেখা যাবে এক সেনা হিসেবে। তাঁর চরিত্রের নাম নিমরত কউর। শিখা শর্মা ছাড়াও রয়েছেন জুহি চাওলা, অক্ষয় ওবেরয়, মানিত জওরা, অতুল কুলকার্নি, রাহুল দেব, অনুপ সোনি।

ব্যানড’-এ রয়েছে চারটি ছেলের গল্প। তাদের একটি ব্যান্ড আছে। তাদের গান সম্মানে আঘাত হানে এক রাজনৈতিক নেতার। ফলে, বাতিল হয় সেই গান। রাজনীতির অন্ধকারময় দিক উঠে আসবে এই সিরিজে।

মোদিঃ জার্নি অফ আ কমন ম্যান’ শিরোনামের সিরিজে দেশের প্রধানমন্ত্রীর ছেলেবেলা থেকে শুরু করে লেখাপড়া, রাজনীতিতে যোগদান, গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়া এবং আজকের প্রধানমন্ত্রী হওয়ার জার্নি দেখবেন দর্শক।

রয়েছে সিটি অফ ড্রিমস’ একদম অন্য স্বাদের এই সিরিজটি। পাশাপাশি বোসঃ ডেড/ অ্যালাইভ’ সিরিজে উঠে আসবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনকথা। তিনি জীবিত নাকি মৃত এই নিয়ে অনেকের মনে প্রশ্ন সেই বিংশ শতকের গোড়া থেকে। সেই সব নিয়েই এই সিরিজ। নেতাজির চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও-কে।

১৫ অগাস্ট সিরিজের নামগুলি দিয়ে খুঁজলেই দর্শক দেখতে পাবেন দেশাত্ববোধক এই ওয়েব সিরিজগুলি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...