আশাহত ভারতীয় ফুটবল সমর্থক

ফুটবলের মক্কায় আশাহত প্রদর্শন ভারতীয় ফুটবল দলের। ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে ১-১ ড্র ভারতীয় ফুটবল দলের। বিগত ম্যাচে কাতারের বিরুদ্ধে গোলশূণ্য ড্র করে মনবলের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিল ভারত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে শুরু থেকেই নড়বড়ে লাগছিল ভারতীয় ফরওয়ার্ড কে। একের পর এক সুযোগ আসলেও, ফিনিশ করতে ব্যার্থ হয় সুনীল ছেত্রীরা।

প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে বাংলাদেশ, যার ফলে বারংবার চাপ এসে পড়ছিল ভারতের ডিপ ডিফেন্সে। কিন্তু ৪২ মিনিটের মাথায় ভারতীয় ডিফেন্সের সামন্য ভুলে সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্লু টাইগার্স

দ্বিতীয়ার্ধের শুরু থেকে খেলার কিছুটা পরিবর্তন আনে ভারতীয় কেচ ইগর স্টিম্যাচ। রক্ষনশীল খেলা কাটিয়ে একটু আগ্রাসী হয়ে ওঠে ভারত। মাঝ মাঠ আরও পোক্ত করতে ব্রেন্ডন ফার্নানডেজ, রেনিয়ার ফার্নানডেজ ও লালিয়ানজুয়ালা চাংতের মত খেলোয়াড় কে ময়দানে নামায় স্টিম্যাচ। যার ফলও হাতেনাতে পান তিনি।

;

৮৮ মিনিটের মাথায় আদিল খানের হেডারে সমতা ফেরায় ভারত। তবে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ভারতের এহেন প্রদর্শনে ক্ষুদ্ধ হয়েছে বহু সমর্থক। ফিফা ব়্যাঙ্কিয়ে ১৮৭ নম্বর স্থানে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ নম্বরে থাকা ভারতের এই খেলা কার্যত মেনে নিতে পারেনি বহু দর্শক। ভারতের পরবর্তী ম্যাচ ওমান ও আফগানিস্তানের বিরুদ্ধে তাদের মাঠে। এখন এটাই দেখার যে এওয়ে ম্যাচে সুনীল ছেত্রী অ্যান্ড কোঃ, তাদের সেই পুরোনো ছন্দে ফিরে আসতে পারে কি না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...