স্ট্রিট ডগের হিমালয় অভিযান

এই শৃঙ্গ অভিযানের নায়ক একটি চারপেয়ে। তার না ছিল কোন গরম জামা, না ছিল কোন লাইফ সাপোর্টিং অক্সিজেন ব্যবস্থা। ছোট্ট প্রাণে এক বুক প্রাণশক্তি নিয়ে চারপেয়ে পৌঁছে গেল ২৩,৩৯৮ ফুট উচ্চতায় বরুনৎসে শৃঙ্গে। এই অদম্য সাহসী চার পেয়েটি একটি পথ কুকুর। নেপালের শৃঙ্গে পা রেখে সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠলো তারই সাহসের অভিযান পর্ব।

নেপালের বরুনৎসে অভিযানের একজন আরোহী ডন ওয়ারগাউস্কি। হঠাৎ তাদের  বেস ক্যাম্পে চলে আসে পথ কুকুরটি। ক্যাম্পের আরোহীদের দল কুকুরটির নাম রাখে 'মেরা'। মেরা এই অভিযাত্রী দলের সঙ্গী হয়ে এগিয়ে গেছিল পর্বত অভিযানে। ২০১৮ সালের নভেম্বর এই  অভিনব জয়ের কথা সামনে আসে একটি আন্তর্জাতিক ম্যাগাজিন -এর মাধ্যমে। ডন আর মেরার শৃঙ্গ অভিযানের কিছু ছবি বিপুল সাড়া ফেলে তখন থেকে। 

মেরা তিব্বতি ম্যাসফিট হিমালয়ের শিপডগের শংকর প্রজাতি। ৪৫ পাউন্ড ওজনের চারপেয়েটির চলবার ক্ষিপ্রতা হার মানাবে অন্যান্য সাধারণ প্রজাতিকে। বেস ক্যাম্পে মেরার আগমন দেখে আরোহীরা প্রথমে খুব একটা উৎসাহী হয়নি স্বভাবতই, ডনও তার ব্যতিক্রম ছিলোনা। কিন্তু পরে আরোহীরা সকলেই বুঝতে শুরু করল মেরা দল ছাড়বার পাত্র নয়। অভিযানের পথে আরোহীদের পিছু ছাড়েনি মেরা। প্রথম বেস ক্যাম্প শেষ করে ডন ও তার সাথীরা তাকে ক্যাম্পেই কোনো ভাবে রেখে যাত্রা শুরু করেছিল।কিছু সময় বাদে তাদের দলের সাথে এসে আবারো জুটে যায় চারপেয়ে মেরা। সাত ঘন্টায় যতটা দূরত্ব পার করে ফেলেছিল অভিযাত্রী দলটি, মাত্র দুই ঘন্টায় সেই পথ পাড়ি দিয়ে অভিযাত্রী দলটির কাছে পৌঁছে গেছিল মেরা। এই ঘটনাতেই দলটির কাছে পরিষ্কার হয়ে ওঠে মেরার ইচ্ছা শক্তি। ডন তখন এগিয়ে এসে অভ্যর্থনা জানিয়ে পিঠ চাপড়ে আদর করে কোলে তুলে নেয় সাহসী সঙ্গীটিকে। 

অভিযানের দ্বিতীয় বেস ক্যাম্পটি পাতা হয়  শৃঙ্গের ২১ হাজার ফুট উচ্চতায়। ওপরে তখন ঘন্টায় প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইছে। ডন ওয়ারগাউস্কির কথায় জানা গেল, ঠান্ডা-হিম আবহাওয়ায় সবাই যখন শীতে কাবু  তখনও পায়ের নখ ভেঙে অমন ঠান্ডায় দিব্যি চনমনে হয়েছিল মেরা। পায়ে আঘাত ভেবে দ্বিতীয় বেস ক্যাম্পে তাকে বিশ্রামে রেখে ভোরের দিকে শৃঙ্গ অভিযানের লক্ষ্যে এগিয়ে যায় আরোহী দলটি। আগের মতোই ছুটে এসে দলের সাথে ভিড়ে যায় মেরা। দ্বিতীয় বেস ক্যাম্প থেকে ঘুম ভেঙেই দৌড়ে গেছিল সে অভিযাত্রী দলটির খোঁজে। দ্বিতীয়বার এমন প্রবল ইচ্ছার প্রমান পেয়ে ডন ঠিক করেই নিয়েছিলেন, মেরাকে  সাথে নিয়েই শৃঙ্গ জয় করতে পারবেন তারা। এর পরের ইতিহাস এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, প্রথম স্ট্রিট ডগ হয়ে হিমালয় অভিযানে রেকর্ড গড়ল মেরা। 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...