সামনেই একের পর এক উৎসব কিন্তু তার আগে কেরলের বন্যাবিপর্যয়ে শুধুই কেরল নয় তার সাথে সাথে সারা দেশেও বিপর্যয় ডেকে এনেছে একপ্রকার, আর এবার তারই থাবা রান্নাঘরে| কারন বন্যাপ্লাবিত কেরলে উৎপাদিত মশলার দাম প্রবলহারে বাড়বে বলে সূত্রের খবর থেকে জানা যাচ্ছে| রান্নার ব্যবহৃত অধিকাংশ মশলায় আসে কেরল থেকে। আর বন্যার দরুন ক্ষয়ক্ষতির পরিমান অসম্ভব বৃদ্ধি পেয়েছে। ভেসে গিয়েছে মাঠের পর মাঠ ক্ষেতজমি, যার জেরে নষ্ট হয়ে গেছে সমস্ত ফসল| সূত্রের খবর থেকে জানা যাচ্ছে যে এরমধ্যেই সারা দেশে এলাচের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ, গোলমরিচের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ| শুধু রান্নার মশলাই নয় পাশাপাশি বন্যার ফলে কমেছে ডাব বা নারকেলের যোগানও ফলে বাজারে বেড়েছে নারকেলের দাম|