কর আদায়ে আরো এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র। এপ্রিলের ১ তারিখ থেকেই আয়কর আদায়-এর ক্ষেত্রে আসবে লক্ষ্যণীয় পরিবর্তন। কেন্দ্র থেকে বাধ্যতামূলকভাবে প্যান কার্ডের সাথে আধার নম্বর যোগ করার শেষ সময় জানানো হয়েছিল এ বছরের ৩১ এ মার্চ অব্দি। সঠিক সময় এই নাম্বার যুক্ত করা না হলে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে না জানিয়েছিলেন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আধার কার্ডের সাথে যুক্ত নয় এমন প্যান কার্ড বাতিলও হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে প্যান কার্ড তৈরির জন্য নতুন করে আবেদন জানাতে হবে করদাতা কে।
নতুন প্রকল্প- 'প্রজেক্ট ইনসাইট', যেখানে আয়কর দপ্তর থেকে আয়কর দাতাদের ৩৬০ ডিগ্রি প্রোফাইলিং করা হবে। আয়কর জমা না দিয়ে বিদেশে ঘুরতে যাওয়া, ডেস্টিনেশন ওয়েডিং ছবি দেওয়া, নতুন দামি গাড়ি কেনা; সামাজিক মাধ্যমে পোস্ট করা এমন ছবির ওপর এবারে নজরদারি করবে আয়কর দপ্তর। কোন রকম সন্দেহ থাকলে, সেই পোস্টের ভিত্তিতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন আয়কর কর্মীরা। দীর্ঘসময় ধরে আয়করের আওতায় আনবার জন্য লোকেদের বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে আয়কর দপ্তর। কোন আয়কর দাতার সম্পূর্ণ আয়-ব্যয় জানা সবসময় সহজ কাজ নয়। সেই কাজটিকে সহজে পরিচালনার জন্য তৈরী করা হয়েছে 'প্রজেক্ট ইনসাইট'।
প্রজেক্ট ইনসাইট-এ বিগ ডেটার ওপর নির্ভর করে পরীক্ষা করা হবে করদাতার আয় -ব্যয়। এতদিন অব্দি করদাতার যে সব তথ্য শুধু মাত্র ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান গুলোতেই সীমাবদ্ধ ছিল, এখন সেসব তথ্য থাকবে কেন্দ্রের কাছেও। নতুন প্রক্রিয়ায় কর আদায় করা আরো স্বচ্ছ হবে বলে, জানিয়েছে কেন্দ্র। করদাতাদের তথ্য নেবার জন্য ইনসাইট থেকে অর্থাৎ তাদের ব্যবহৃত জনপ্রিয় সামাজিক মাধ্যম যথা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পোস্ট থেকে তথ্য নেবে আয়কর দপ্তর। আগামী মাসের ১৫ তারিখ থেকে বিগ ডেটার মাধ্যমে কর দাতার তথ্য সংগ্রহ করবে বলে নিশ্চিত করেছে আয়কর দপ্তর। সামাজিক মাধ্যমের কোন পোস্টের সাথে যদি আয়কর রিটার্নের মিল না থাকে তবে ওই ব্যক্তিকে জেরা করতে পারবেন ইনকাম ট্যাক্স অফিসার। ১লা এপ্রিল থেকেই প্রকল্পটি পূর্ণ মাত্রায় চালু হবে। প্রকল্পটির আওতায় নতুন ও পুরোনো করদাতাদের সম্পূর্ণ প্রোফাইল খোলা হবে বিগ ডেটা এলালিটিক্সের মাধ্যমে। সর্বাধিক ১০ লক্ষ টাকা বকেয়া আছে এমন ব্যক্তিদের ধরতেও প্রয়োগ করা হবে নতুন প্রক্রিয়া। কর
ফাঁকি দেন এমন ব্যক্তি ও করদাতাদের নিয়ে তৈরী হবে মাস্টার ফাইল। বিজনেস ইন্টেলিজেন্স প্রক্রিয়াতেও চিহ্নিত করা হবে কর ফাঁকি দাতাদের। লভ্যাংশ, আয় এবং ক্যাপিটাল গেইনের প্রেক্ষিতে করদাতাকে বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করবে আয়কর দপ্তর। কর ফাঁকি এড়াতে অস্ট্রেলিয়া, কানাডা ,বেলজিয়াম এবং ব্রিটেনের মত দেশের সাথে একই পথ ধরল ভারত।