কলিযুগে বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন

দক্ষিণ ভারতের জনপ্রিয়তম হিন্দু মন্দির তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির। পৃথিবীর ধনীতম দেবতা তিরুপতি ভেঙ্কটেশ্বর। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে আসেন মনোস্কামনা পূরণের জন্য। এই মন্দির ঘিরে জন্ম নিয়েছে নানা মিথ।

অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলায় অবস্থিত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরটি‌। প্রাচীন দ্রাবিড় স্থাপত্যের অন্যতম নিদর্শন এই ভেঙ্কটেশ্বর মন্দির। সংগৃহীত দানের হিসেবে ভেঙ্কটেশ্বর মন্দির বিশ্বের সবচেয়ে ধনী মন্দির। ঐতিহাসিকদের ধারণা, যিশু খ্রীস্টের জন্মের ৩০০ বছর আগে তৈরি করা হয়েছিল এই মন্দির। হিন্দুদের বিশ্বাস, ভগবান বিষ্ণুর আটটি স্বয়ম্ভু ক্ষেত্রের মধ্যে অন্যতম। ভেঙ্কটেশ্বরের মন্দির হল পৃথিবীর শেষ 'দিব্য দেশম'। ভক্তদের বিশ্বাস ভেঙ্কটেশ্বর মূর্তিটি কলিযুগের শেষ অবধি বিরাজ করবে। কলিযুগে মানুষের সকল সমস্যা থেকে মুক্তি দিতে ভেঙ্কটেশ্বর রূপে অবতার নিয়েছেন ভগবান বিষ্ণু। পুরানেও উল্লেখ রয়েছে এই মন্দিরের নাম।

 

Venkateswara1

 

প্রাচীন ভারতের চোল,পল্লব বংশের রাজারা ও বিজয়নগর সাম্রাজ্যের রাজারা ভগবান ভেঙ্কটেশ্বর ভক্ত ছিলেন। এই মন্দিরের জন্য অনেক অর্থ,হিরে ও সোনা দান করেছিলেন এই রাজারা। আজও ভক্তরা ভেঙ্কটেশ্বর মন্দির গেলে প্রচুর অর্থদান করেন। তাছাড়াও এই মন্দিরে নিজেদের চুলও দান করেন ভক্তরা। তবে এর পিছনে রয়েছে একটি গল্প রয়েছে। কথায় আছে, এক রাখাল অজান্তে ভগবান ভেঙ্কটেশ্বরের মাথায় আঘাত করেছিলেন। আঘাতের ফলে তার চুল ছিঁড়ে গিয়েছিল। ভগবানের সৌন্দর্যে এই ক্ষুত ঠিক করতে রাজকুমারী নীলাদেবী নিজের চুল কেটে জাদু বলে ভগবান ভেঙ্কটেশ্বরের মাথায় প্রতিস্থাপন করেছিলেন। রাজকুমারীর এই কাজে খুশি হয় ভগবান তাকে কথা দেন ভেঙ্কটেশ্বর মন্দিরে যারা চুল দান করবেন তাদের সেই চুল পাবেন রাজকুমারী নীলাদেবী। তারপর থেকেই এই প্রথা চলে আসছে।

প্রত্যেক বছর বহু ভক্তের সমাগম দেখতে পাওয়া যায় ভেঙ্কটেশ্বর মন্দিরে। আট ফুট উচ্চতার এই মন্দিরটি ২৯১ কিলোমিটার দূরে অবস্থিত চেন্নাই থেকে। এছাড়াও হায়দ্রাবাদ থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় ১৩৮ কিলোমিটার। সড়ক পথ, রেল পথ দুভাবেই এই মন্দির দর্শণ করতে আসেন ভক্তরা। সারা পৃথিবীর মধ্যে ভেঙ্কটেশ্বর মন্দির হল এমন একটি ধর্মস্থান যেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। প্রত্যেক বছর অক্টোবর মাসে শ্রীভেঙ্কটেশ্বর ব্রক্ষোৎসবম পালিত হয় এই মন্দিরে। সেই দিন বহু মানুষের ভিড় দেখা যায় ভেঙ্কটেশ্বর মন্দিরে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...