খলিল না রবিঠাকুর?

নিজের টুইট হ্যান্ডেলে মাঝেমাঝেই মোটিভেশনাল কোট পোস্ট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার সেরকমই একটি পোস্ট ঘিরে নেট দুনিয়ায় ট্রোলড হতে হল ইমরানকে।

বুধবার তাঁর টুইট হ্যান্ডেলে লেখেন, ‘আই স্লেপ্ট অ্যান্ড আই ড্রিমড দ্যাট লাইফ ইজ় অল জয়। আই ওক অ্যান্ড আই স’ দ্যাট লাইফ ইজ় অল সার্ভিস। আই সার্ভড অ্যান্ড আই স’ দ্যাট সার্ভিস ইজ় জয়।’

যার বাংলা করলে দাঁড়ায় ‘আমি ঘুমিয়ে ছিলাম এবং স্বপ্ন দেখি, জীবন আনন্দময়। আমি জেগে উঠলাম এবং আমি দেখলাম যে, জীবনের পুরোটা জুড়ে শুধুই কাজ। আমি কাজ করলাম এবং দেখলাম যে, কাজ হল প্রকৃত আনন্দ।’

পাক প্রধানমন্ত্রী এই ইমেজ কোটের সঙ্গে লেখেন, যারা ‘সদিচ্ছা’ শব্দটিকে অনুভব করতে চান তারা খলিল জিব্রান পড়ুন।তৃপ্তির জীবনে বাঁচতে পারবেন।  খলিল জিব্রান বিখ্যাত লেবনিজ কবি।  

এরপর-ই কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ধেয়ে আসে অজস্র রিটুইট। নেটিজেনদের দাবী, এই লাইন আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের। অনেকেই নিজেদের বক্তব্যের সমর্থনে পাল্টা ডিজিটাল কার্ড পোস্ট করেন। যেখানে একই কোটের সঙ্গে রবীন্দ্রনাথের ছবি। কেউ লেখেন, নতুন পাকিস্তানের প্রধানমন্ত্রী সব গুলিয়ে ফেলেছেন।

 তবে এ বিষয়ে ইমরান খান নিজে কোনও মন্তব্য করেননি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...