রাজ্যে ধান রোপনের সুবিধার্তে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। বৃহস্পতিবার বহরমপুরের এক বিশেষ কাজে গিয়ে এ কথা জানান রাজ্যের কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি। মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যগে এবার কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ‘প্যাডি ট্রান্সপ্ল্যনটেশন’ যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে কৃষকরা ১৫ মিনিটে এক বিঘা জমিতে ধান রোপন করতে পারবে। তিনি আরো জানান যে ইতিমধ্যে এই যন্ত্রের সাহায্যে কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পরীক্ষামুলক ভাবে ধান রোপণের কাজ শুরু করা হয়েছে। এদিন বহরমপুরের অনেক কৃষকদের হাতে ট্রাকটারের চাবি তুলে দেন তিনি। বাংলাকে ধান চাষে রাষ্ট্রের দরবারে আরো এগিয়ে নিয়ে যেতেই রাজ্য সরকার এই পদক্ষেপ বলে জানান কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি।