আইএমডিবি ২০২৪-এর তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে নির্বাচিত হলেন বলিউড অভিনেত্রী তৃপ্তি ডিমরি। এমনকি এই দৌড়ে তিনি পিছনে ফেলেছেন শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন–এর মতন জনপ্রিয় তারকাদের। আর কে কে রয়েছেন এই লিস্টের এক থেকে দশের তালিকায়, জেনে নিন বিস্তারিত।
হাইলাইটসঃ
১। আইএমডিবি তালিকায় ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা তৃপ্তি ডিমরি
২। এই তালিকায় দ্বিতীয় স্থানে দীপিকা
৩। তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর
পূর্বে তৃপ্তি ডিমরি ‘বুলবুল’, ‘কলা’ সহ নানা সিনেমায় অভিনয় করার জন্য প্রশংসা কুড়িছিলেন। কিন্তু তাঁকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে নিয়ে আসে ‘অ্যানিম্যাল’ সিনেমাটি। এই ছবিতে রণবীর কাপুরের সাথে তাঁর রসায়ন নজর কেড়েছিল সকলের। এরপর ‘ব্যাড নিউজ’ সিনেমায় ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সে কারণে জাতীয় ক্রাশের তকমাও পেয়েছেন অভিনেত্রী। এবার নির্বাচিত হলেন আইএমডিবি ২০২৪ সবচেয়ে ভারতীয় জনপ্রিয় তারকা হিসেবে।
এই তালিকায় দ্বিতীয় স্থানে দীপিকা। বিগত বছরেও এই তালিকায় ছিলেন তিনি। ২০২৪ সালেও ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘সিংহম এগেইন’ – এর মতো সিনেমায় তিনি নজর কেড়েছেন। এছাড়াও এই বছরেই তিনি সন্তানের মা হয়েছেন। সেই কারণে তাঁকে নিয়ে চর্চায় মুখরিত ছিল ভক্তগণ। তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশান খট্টর। ‘দ্য পারফেক্ট কাপল’ ওয়েব সিরিজ়ে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।
এরপর আইএমডিবি-র জনপ্রিয় তারকাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বলিউডের কিং খান শাহরুখ। এরপর রয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। পূর্বে বিভিন্ন ওয়েভ সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পেলেও এই বছর তাঁর জন্য তাৎপর্যপূর্ণ ছিল। কারণ এই বছরেই দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এছাড়াও হলিউডে ‘মাঙ্কি ম্যান’ সিনেমায় অভিনয় করেছেন।
শোভিতার পরেই ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছেন যথাক্রমে শর্বরী ও ঐশ্বর্যা রাই বচ্চন। বর্তমানে ঐশ্বর্যা রাই বচ্চন –এর সাথে তাঁর স্বামী অভিষেক বচ্চনের বিচ্ছেদের রটনা নিয়ে সমাজমাধ্যমে আলোচনার ঝড় বইছে। অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নবম স্থানে রয়েছেন আলিয়া ভট্ট ও দশম স্থান অধিকার করে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাস।