ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি রাগ 'ইমন'। যে রাগ গাওয়া হয় সন্ধেবেলায়। আর এক বৃহষ্পতিবারের সন্ধেবেলাতেই গান শোনালেন ইমন চক্রবর্তী।...
এই সময়কার ব্যস্ত গায়ক-গায়িকাদের মধ্যে একজন ইমন চক্রবর্তী। লোকগান আর রবীন্দ্র সঙ্গীত তার গানের আঁতুড়ঘর হলেও 'প্রাক্তন' ছবিতে গেয়ে ফেললেন অরিজিনালস 'তুমি যাকে ভালোবাসো'। গানটি কী পরিমাণ সাড়া ফেলেছিল তা অজানা নয় কারোরই। অন্তত সঙ্গীতপ্রেমী আর সিনেপ্রেমী মানুষদের তো নয়ই। আর এবার 'গোত্র' ছবির জন্য গাইলেন 'রঙ্গবতী'।
এই প্রথম ভূমি ব্যান্ডের প্রাণপুরুষ সুরজিতের সঙ্গে গান গাইলেন ইমন। যে গানের তালে আজ উত্তাল সারা বাংলা। পাশাপাশি এই প্রথম কোনও অনুষ্ঠানে একক গানে শ্রোতার মন ভরালেন তিনি। অনুষ্ঠানের শিরোনাম 'এই আসরে ইমন'।
না, কোনও সংস্থা কিংবা সংগঠনের ডাকে সাড়া দিয়ে নয়, একেবারে নিজের উদ্যোগে গান শোনালেন তিনি। আয়োজক ইমন স্বয়ং। রবীন্দ্র সদনে সেদিন তিল ধারণের জায়গা ছিল না। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল রায়, অতুলপ্রসাদ সেন এবং রজনীকান্ত- তিন কবিরই অনবদ্য সৃষ্টি পরিবেশিত হল ইমনের কণ্ঠে। এ ছাড়াও লোকগান এমনকী যে গান ইমনকে রাষ্ট্রীয় পুরস্কার এনে দিয়েছে সেই গান সহ তাঁর আসন্ন ছবির গানও শুনলেন শ্রোতাবন্ধুরা। ইমনের সঙ্গে বাদ্যযন্ত্রে ছিলেন সুমিত গুহ, অয়ন মুখোপাধ্যায়, সোহম মুখোপাধ্যায়।
হাজির ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব তথা খ্যাতনামা অভিনেতা বিপ্লব দাশগুপ্ত, নৃত্যশিল্পী তথা সমাজসেবী অলকানন্দা রায় সহ আরও অনেকে।
অগণিত তারকা অতিথির পাশাপাশি হাজির ছিলেন অন্যান্য শ্রোতাও। যারা রীতিমতো টিকিট কেটে শুনতে এসেছিলেন ইমনের গান। ইমনের গানের সঙ্গে নৃত্য পরিবেশন অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।
অফ হোয়াইট রঙের শাড়িতে দিব্য দেখাচ্ছিল ইমনকে।
ইমনের কথায়-"আমি ভাবতে পারিনি রবীন্দ্রসদনে আমার একটা একক হবে। আর বৃহষ্পতিবারের মতো একটি কর্মব্যস্ত দিনে রবীন্দ্র সদন কানায় কানায় ভরে থাকবে। আজকের দিনটা আমার অনেক দায়িত্ব বাড়িয়ে দিল। আবারও আমি একক নিয়ে ফিরব। আজকের ভুলগুলি সেদিন আর হবে না। কথা দিলাম।"