লম্বা নখ মেয়েদের সৌন্দর্য্যের ক্ষেত্রে একটি আলাদা মাত্রা যোগ করে। সেই নখ সুন্দর করে কেটে দিয়ে তাতে রঙিন নেলপলিশ লাগিয়ে সাজিয়ে রাখতে কোন মেয়ে না পছন্দ করে। শুধু মেয়েরা কেন, ছেলেদেরও দেখা যায় যথারীতি সুন্দর করে নখ শেপ করতে। নখ যে শুধু সৌন্দর্য্য বৃদ্ধিতেই সাহায্য করে তা নয়। নখ দেখে জানা যায় শরীরের বর্তমান অবস্থা। নখের বদলে যাওয়া রং থেকে বোঝা যায় শরীর সুস্থ না অসুস্থ। যেমন- হলুদ নখ, বয়স বাড়ার সাথে সাথে নখ হলুদ হয়ে যেতে থাকে। তাছাড়াও, ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের সমস্যাতে নখ হলুদ হয়ে যায়। নখে সাদা ছোপ, ছোটোখাটো আঘাতের কারণে অনেকসময় নখে এই ছোপ দেখা দিলেও, বিভিন্ন ইনফেকশনের কারণেও তৈরী হতে পারে এই ছোপ। অনেকসময় দেখা যায়, নখে একটি ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়েছে তখন বুঝতে হবে নখটিতে সিরোসিস হতে চলেছে। নখে সাদা গোল গোল দাগ থাকলে বুঝতে হবে কিডনিতে সমস্যা আছে। এই দাগের সাথে যদি খিদে কমে যাওয়া, অবসাদ, ওজন কমে যাওয়া প্রভৃতি চলতে থাকে তাহলে বুঝতে হবে কিডনির সাথে ডায়াবেটিসের সমস্যাও বর্তমান। নখ খুব ভঙ্গুর হয়ে গেলে অর্থাৎ হালকা ধাক্কাতেও যদি নখ ভেঙে যায়, তাহলে বোঝা যায় ক্যালসিয়ামের অভাব হচ্ছে শরীরে। নখে যদি কালো দাগ দেখা যায় তা সাধারণত মেলানোমা নামক ক্যান্সারের পূর্বাভাস হিসাবে ধরা হয়। নখ সাজানোর সাথে সাথে অবশ্যই নখের দিকে খেয়াল রাখুন। যদি কোনোরকম অস্বাভাবিক দাগ দেখতে পান তাহলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন। শরীরের একটি অতি অবশ্য অঙ্গ হল হাতের পাতা, যা দিয়ে আমরা সব কাজ করে থাকি-এবং এই হাতের পাতা সুন্দর রাখতে এখন প্রায় সকলেই সচেষ্ট। তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে হাতের আঙুল এবং নখ। আমরা মহিলারা বিউটি পার্লারে গিয়ে ম্যানিকিওরের মাধ্যমে হাতের যত্ন নিই। তাই নখ সুন্দর ও সুস্থ্য রাখতে অবশ্যই খেয়াল রাখুন নিজের নখের, এবং উপরিউক্ত কোনো সমস্যা থাকলে তার চটজলদি চিকিৎসা করিয়ে নিন।