আইআইটি মাদ্রাজের টিটি কে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন রিসার্চ অ্যান্ড ডিভাইস ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে তৈরি হল ভারতের প্রথম স্ট্যান্ডিং হুইল চেয়ার। ব্রিটেনের একটি সংস্থা প্রযুক্তিগতভাবে সাহায্য করেছে।
হুইলচেয়ারে বসে থাকা মানুষরা যাতে শারিরীক ভাবে সক্ষম হয়ে ওঠেন, তারা যাতে চেয়ারের মাধ্যমেই উঠে দাঁড়াতে পারেন এবং নিজেদের কাজে আরও সক্ষম ও স্বাভাবিক হয়ে ওঠেন সে দিকে লক্ষ্য রেখেই এই বিশেষ চেয়ার তৈরি করা হয় হয়েছে।
হুইল চেয়ারটি চাররকম আকারে তৈরি করা হচ্ছে৷ ছোট, মাঝারি, বড় এবং জায়েন্ট৷ সব বয়সী এবং সব ধরনের শারীরিক গঠনের মানুষ যাতে এই চেয়ারে বসে সামঞ্জস্য রক্ষা করতে পারে তার জন্যই নানারকম মাপ আনা হয়েছে৷
এই বিশেষ ধরনের হুইল চেয়ারের নাম দেওয়া হয়েছে ‘ অ্যারাইজ’, বাংলায় যার অর্থ উঠে দাঁড়ানো। জানা গিয়েছে দেশের মাটিতে এই হুইল চেয়ার পনেরো হাজার টাকায় পাওয়া যাবে।
হুইল চেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তাওয়ার চাঁদ গেহলুদ এবং মাদ্রাজ আইআইটির ছাত্রছাত্রীরা। বিশেষভাবে সক্ষম মানুষদের নিয়ে কাজ করে এমন বেশ কিছু সমাজসেবী সংস্থাও উপস্থিত ছিল অনুষ্ঠানে। তাঁরা জানিয়েছেন দেশে প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক বিপ্লব এলেও বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য এমন ভাবনা এই প্রথম।