ICU Vs CCU: আইসিইউ এবং সিসিইউ এর মধ্যে পার্থক্য কী?

শরীর অসুস্থ হলেই মানুষ চিকিৎসকের শরণাপন্ন হয়। সেকারণে হাসপাতালে যেতে হয় বহু মানুষকে। কিন্তু অনেকেই হাসপাতালের বিভিন্ন বিভাগ সম্পর্কে সঠিক তথ্য জানেন না। এইজন্যে জরুরী অবস্থায় বিপাকে পরেন। এমনই এক বিভ্রান্তকর দুটি শব্দ আইসিইউ(ICU) এবং সিসিইউ(CCU)। অনেকেই এই দুই বিষয়ের মধ্যে সঠিক পার্থক্য জানেন না। আসুন জেনে নেওয়া যাক এই দুই বিভাগের মধ্যেকার পার্থক্য।

 

হাইলাইটসঃ
১। ICU এবং CCU - এই দুই বিভাগ সম্পূর্ণ ভিন্ন
২। ICU- র ফুল ফর্ম ইনটেনসিভ কেয়ার ইউনিট
৩। CCU -র ফুল ফর্ম ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিট


আইসিইউ(ICU) এবং সিসিইউ(CCU) - এই দুটি শব্দ একই রকম শুনতে হলেও দুই বিভাগ সম্পূর্ণ ভিন্ন। বহু মানুষ মনে করেন, ICU এবং CCU একই জায়গা। কিন্তু রোগীর চিকিৎসার অবস্থা এবং সময়কাল অনুযায়ী এটি সম্পূর্ণ আলাদা।

আইসিইউ(ICU)-র ফুল ফর্ম ইনটেনসিভ কেয়ার ইউনিট, এবং সিসিইউ(CCU)-র ফুল ফর্ম ক্রিটিক‍্যাল কেয়ার ইউনিট বা করোনারি কেয়ার ইউনিট। কোন রোগী গুরুতর অসুস্থ হলে তাকে ICU তে ভর্তি করা হয়। অপরদিকে, CCU হৃদরোগে আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে সাহায্য করে।

এই দুই বিভাগের গঠনও সম্পূর্ণ আলাদা ভাবে করা হয়েছে। আইসিইউ(ICU) সম্পূর্ণরূপে উন্নত লাইফ-সাপোর্ট সিস্টেম এবং মনিটরিং দিয়ে প্রস্তুত করা ঘর। জরুরী অবস্থায় রোগী যেখানে সম্পূর্ণ পর্যবেক্ষেনে থাকে। মূলত সেপসিস এবং অঙ্গ-প্রতঙ্গ বিকল হওয়ার মতো অবস্থার রোগীদের চিকিত্সা হয় এখানে। অপরদিকে, সিসিইউ (CCU) প্রধানত কার্ডিয়াক মনিটরিং, ডিফিব্রিলেটর এবং ইকেজি মেশিনের উপর ফোকাস করে তৈরি করা হয়। এর প্রধান কাজ হল কার্ডিয়াক সমস‍্যায় যে সকল রোগীরা ভুগছেন তাদের উন্নত চিকিৎসা প্রদান করা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...