যক্ষ্মা শনাক্তের জিন এক্সপার্ট মেশিন দিয়েই করা যাবে করোনার টেস্ট। এ ব্যাপারে সবুজ সংকেত দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারা এ ব্যাপারে গাইডলাইনও দিয়েছে। দেশে টিবি টেস্টের মেশিন যে সংস্থা তৈরি করে তারা ইতিমধ্যেই গোটা দেশে প্রায় ৮০০ মেশিন সরবারহ করেছে। তার মধ্যে ৪০০টি সরকারি সেট-আপ।
মেশিন টির নাম 'ট্রুনাট'। ব্যাটারিতে চলে। আকারে ছোট। সরকারি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রেও বসানো যায়। পদ্ধতিও বেশ সহজ। ৩০-৬০ মিনিটের মধ্যে পরীক্ষার ফলাফল জানা যাবে। এই মেশিনে যক্ষা ছাড়াও এইডস ও করোনা টেস্ট করা সম্ভব।