‘স্ট্যান্ড বাই’ বিশ্বকাপ

 

হাতে মাত্র ১২ দিন, তারপরেই শুরু হবে ক্রিকেট বিশ্বযুদ্ধ, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯। ইতিমধ্যেই বিভিন্ন দেশের মানুষ মেতে উঠেছে এই আন্তর্জাতিক ক্রিকেট টুর্ণামেন্ট উদযাপন করতে।  আর সেই উন্মাদনাকে আরও উস্কে দিতে মুক্তি পেল বিশ্ব কাপের থিম সং, ‘স্ট্যান্ড বাই’লরিন ও রুডিমেন্টালের যৌথ উপস্থাপনায় এই ‘থিম সং’ গোটা টুর্ণামেন্ট ধরে বিভিন্ন স্টেডিয়ামে চলবে।  আয়োজক দেশ ইংল্যান্ডের রাজধানী লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরার স্বার্থেই এই থিম সং বলে জানায় আইসিসি। গানটির মধ্যে দেখা গেছে বিভিন্ন জাতীর মানুষের একত্র হয়ে উদযাপন করার ছবি। ক্যারিবিয়ান থেকে শুরু করে অস্ট্রেলিয়ান, সকলের দেশের মানুষের কাছে বিশ্বকাপটি যে একটি আবেগ তা পরিস্কার দেখা গেছে গানটিতে। আগামি ৩০ মে শুরু হতে চলেছে বিশ্বকাপ। প্রথম ম্যাচ ‘দি ওভাল’-এ, মুখোমুখি হবে আয়োজক দেশ ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকা। আয়োজক দেশ হওয়ার ফলে ম্যাচ যে ইংল্যান্ডের পক্ষে থাকবে তা বলাই যায়, এখন দেখার দক্ষিন আফ্রিকা পারে কিনা ইংল্যান্ডকে তাদের ঘরের মাটিতে যোগ্য জবাব দিতে। তবে এই মূহুর্তে পরিসংখ্যানের ভিত্তিতে অবশ্যাই এগিয়ে ইয়োইন মর্গানরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...