টেস্ট ক্রিকেটে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবতে চলেছে আইসিসি। ২০২৩ সাল থেকে পাঁচ দিনের বদলে চার দিনের টেস্ট ম্যাচ আয়োজন করার কথা ভাবছে আইসিসি।
টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের অন্তর্গত টেস্ট ম্যাচগুলিকে চার দিনে করার কথা ভাবছে আইসিসি। ২০২৩ থেকে ২০৩১ সালের মধ্যে এই চার দিনের টেস্ট ম্যাচ আয়োজন করা হবে বলে শোনা যাচ্ছে। আইসিসি প্রধানত আরও বেশি করে অন্য সিরিজ করার কথা চিন্তা করছে। তাই এই বদলের ভাবনা বলে মনে করা হচ্ছে। এছাড়াও দিন কমে গেলে আইসিসির টেস্ট আয়োজন করতে খরচ কমে যাবে। এছাড়াও বিশ্বজুড়ে এখন টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় দিন বদলের কথা ভাবতে বাধ্য হচ্ছে আইসিসি। চার দিনের টেস্ট ম্যাচ হলে সারাদিনে ওভারের সংখ্যা বেড়ে ৯০ থেকে ৯৮ ওভার হয়ে যাবে। তবে এক্ষেত্রে সময় কি করে ম্যানেজ করা হবে তা অধিক গুরুত্বপূর্ণ।
আইসিসি দেখেছে এখন অনেক টেস্ট ম্যাচ চার দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাই শেষের দিনের গুরুত্ব কিছুটা হলেও কমে যাচ্ছে। বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া কি আসে তার পর অনেক যদি কিন্তুর পর এই দিন বদল হলে তা ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত হবে।