বর্তমানে ক্রিকেটে ম্যাচ ফিক্সিং একটি চিরাচরিত ঘটনা হয়ে দাড়িয়েছে। বেশ কিছু বছর ধরে বহু খেলোয়াড়ের বিরুদ্ধে এহেন ঘটনা, বহুবার মানুষের সামনে এসেছে। উল্লেখযোগ্য, শ্রীলঙ্কান ক্রিকেটার জয়সূর্য ও নুয়ান জয়ওসার মত খেলোয়াড়দের ম্যাচ দুর্নীতি জড়িয়ে পড়া আরও বেশী করে আলোকপাত করেছে এই ঘটনাকে। তাই এবার সরব হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিসিসিআই সহ বিভিন্ন দেশের কাছে ম্যাচ ফিক্সিংয়ের মত দুর্নীতিকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করার আর্জি জানান আইসিসির চিফ এক্সিকিউটিভ অফিসার ডেভ রিচার্ডসন। সদ্য বীজ থেকে বোরোনো চারা গাছকে যদি বিনাশ করা যায় তাহলে আবার ক্রিকেট কে স্বচ্ছ রুপে ফিরিয়ে আনা যাবে বলে তার মতামত। তাছাড়াও তিনি বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের উদ্দ্যেশ্যে জানান যে এই দুর্নীতিকে আটকাতে দেশের আইনের সাহায্য নিতে। আপাতঅর্থে শুধুমাত্র আইসিসি পক্ষে সম্ভবপর নয় একাহাতে এই দুর্নীতি আটকানো, এই ভাইরাসকে চিরদিনের মত মিটিয়ে ফেলার জন্য সকল দেশকে একজোঁট হতে হবে বলে জানান ডেভ রিচার্ডসন।