চার দিনের টেস্ট এর পর আবার নতুন পরিবর্তন আনতে চাইছে আইসিসি। ২০২৩ থেকে টি-টোয়েন্টি ক্রিকেটে দলের সংখ্যা বাড়াতে চলেছে ক্রিকেটের এই নিয়ামক সংস্থা।
নভেম্বরে ১৬ দলের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ায়। ২০২৩ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দলের মধ্যে করতে চাইছে আইসিসি। এর ফলে বড়সড় পরিবর্তন দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফরম্যাটে। মোট ৫টি করে দল নিয়ে চারটি গ্রপ করা হবে। আইসিসি ক্রিকেটকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই এই আয়োজন করতে চাইছে। আমেরিকার মার্কেট ধরার চেষ্টা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে। এছাড়া চ্যাম্পিয়নস ট্রফির ফরম্যাটেও পরিবর্তন আনতে চায় আইসিসি। চ্যাম্পিয়নস ট্রফি ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই করতে চায় তারা। সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে মার্চে আইসিসির সভায়।