বর্ষসেরা ওয়ান ডে দলে চার ভারতীয়

২০১৯ সালের বর্ষসেরা ওয়ান ডে দল ঘোষণা করল আইসিসি। সেই দলে ভারতীয় দল থেকে স্থান পেয়েছে চার জন ক্রিকেটার।

আইসিসির বর্ষসেরা এই দলে ভারতীয় দল থেকে স্থান পেয়েছে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। এছাড়াও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও রয়েছে এই তালিকায়। দ্বিতীয় ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। এরপরেই তিন নম্বরে স্থান পেয়েছে বিরাট। চার নম্বরের জন্য স্থান পেয়েছে পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান বাবর আজম। পাঁচ নম্বরে জায়গা পেয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ছয় নম্বর স্থানে জায়গা পেয়েছে ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস। সাত নম্বর স্থানে রয়েছে তাঁর সতীর্থ জস বাটলার। এরপর আট নম্বর স্থানে রয়েছে ভারতীয় চায়নাম্যান বোলার কুলদিপ যাদব। নয় নম্বর স্থান পেয়েছে বাংলার মহম্মদ শামি। এরপরের দুটি স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। এই দলের অধিনায়ক করা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। তবে এর মাঝেও ভারতীয় দলের বুমরা এই দলে না থাকায় বিস্মিত ক্রিকেটপ্রেমী মানুষ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...