পন্ডিত যশরাজের নামে নামাঙ্কিত হল মহাকাশের গ্রহাণু

ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীত জগতের উজ্বল নক্ষত্র ‘পণ্ডিত যশরাজ’-এর নামে মহাকাশের একটি অনামী গ্রহাণুর নামকরণ করলেন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিকাল ইউনিয়নের গ্রহ আবিষ্কারক দল। উপগ্রহটির আকার তুলনায় ক্ষুদ্র হওয়ায় একে ‘মাইনর প্ল্যানেট’ বলা হয়ে থাকে। মঙ্গল ও বৃহস্পতির মাঝে এর অবস্থান। ২০০৬ সালের ১১ই নভেম্বর, উপগ্রহটি আবিস্কার করে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারাইজোনা অঞ্চলের সংস্থা ‘ক্যাটালিনা স্কাই সার্ভে’। এর আগে বাখ, বিথোভেন, মোৎজার্ট, রবীন্দ্রনাথের মতো বিশ্বসঙ্গীত মহারথীদের নামও একইভাবে মহাকাশে স্থান করে নিয়েছে।

নতুন আবিষ্কৃত গ্রহের নামকরণ করার ব্যাপারটি মূলত আবিস্কারকদের হাতে থাকে। নাম প্রস্তাবের জন্য ১০ বছর সময় দেওয়া হয়। আইএইউ’র গাইডলাইন মেনে নামকরণের কারণস্বরূপ সংক্ষিপ্ত উদ্ধৃতি লিখে পাঠানো হয় আবিষ্কারক দলের তরফে। এরপর প্রস্তাবে উঠে আসা নামগুলি বিচার করে দেখেন আইএইউ’র ১৫ জনের একটি কর্মসমিতি জিএনবিএন (Groups of Small Body Nomenclature)-এর সদস্যরা। তবে ঠিক কোন ব্যক্তির চিন্তাস্রোত থেকে পন্ডিত যশরাজের নামটি উঠে এসেছে তা এখনও জানা যায় নি।

সংবাদটি কানে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভারতীয় সুরসম্রাট। এ বিষয়ে মন্তব্য করে তিনি জানিয়েছেন, এই সন্মান পেয়ে আমি আপ্লুত। এটা এই নামটির সান্নিধ্য যে বৃহস্পতি অথবা গুরু’র কাছাকাছি থাকার সান্নিধ্য পেয়েছে সে। রুদ্রবীণায় ঝঙ্কার তোলার মতো সংবাদ এটি। আজ আমি যা হতে পেরেছি তা সম্পূর্ণই সম্ভব হয়েছে আমার গুরুকূলের অসীম কৃপা ও আশীর্বাদে। এই সন্মান আমি সমগ্র ভারতের কাছে উৎসর্গ করছি।

এখনও পর্যন্ত আবিষ্কৃত ৭,৯৭,০৭৮টি গ্রহাণুর মধ্যে ৫,৪১,১৩১টি গ্রহাণুর নামকরণ করা হয়েছে। বাকিগুলির নামকরণ এখনও করা হয় নি। ঘটনায় প্রফুল্লিত হয়ে কন্যা দুর্গা যশরাজ বললেন, সংবাদটি একেবারেই অপ্রত্যাশিত ছিল। এটা খুব সন্মানীয় যে বিথোভেন, বাখ, রবীন্দ্রনাথের নামের সাথে তার বাবার নামও এখন মহাকাশে অবস্থান করছে।  

ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির তথ্যশালা থেকে প্রস্তাবিত খসড়াটির একটি অংশ বলছে, সঙ্গীত বিশেষজ্ঞ পণ্ডিত যশরাজ (জন্মঃ১৯৩০) ভারতীয় ক্লাসিক্যাল কণ্ঠসঙ্গীতের একজন উদ্গাতা। অসংখ্য পুরষ্কার, সম্মান, খেতাব ছাড়াও সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ ও সঙ্গীত নাটক আকাদেমী পুরষ্কারেও ভূষিত হয়েছেন তিনি।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...