উত্তরাখণ্ডের মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ এডমিনিস্ট্রেশন-এ এবার থেকে আইএএস, আইএফএস তথা সমগোত্রীয় আধিকারিকরা পিএইচডি করতে পারবেন। কোনও সিভিল সার্ভেন্ট যদি বিভিন্ন রকম রিসার্চ প্রোগ্রাম করতে চান তাহলে সেই বিষয়েও স্টাডি ব্রেক পাবেন তাঁরা।
চাকরিতে জয়েন করার আগেই আইএএস, আইএফএস সহ ২২টি সরকারি চাকরির জন্য নিযুক্ত হওয়া অফিসাররা ওই ট্রেনিং সেন্টার থেকে নিজেদের পড়াশোনা শেষ করতে পারবেন। এছাড়াও চাকরিরত অবস্থায় কোনও আধিকারিক যদি নিজের পদোন্নতির জন্য ট্রেনিং নিতে চান, সেটাই করতে পারবেন এখন থেকে এলবিএসএনএএ থেকে। আধিকারিকেরা পড়াশোনার জন্য ছয় মাস থেকে দু'বছর পর্যন্ত স্টাডি লিভ পাবেন। আইআইএম ইন্দোরের সঙ্গে গবেষণা সংক্রান্ত একটি মৌ স্বাক্ষরিত হয়েছে এই ব্যাপারে ওই সংস্থার, জানালেন সংস্থার ডিরেক্টর সঞ্জীব চোপড়া। উভয় সংস্থাই এই নতুন প্রকল্পের ব্যাপারে পরিকল্পনা করে কাজ শুরু করবে বলেও জানান তিনি। আধিকারিকেরা পিএইচডি-র জন্য স্টাডি লিভ নিতে পারেন অথবা পার্ট টাইম হিসেবেও পিএইচডি করার জন্য নিজেকে এই সংস্থার সঙ্গে যুক্ত করতে পারেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে যাঁরা পিএইচডি করে নিজেদের উন্নত করে তুলবেন, তাঁরা নিজেরা তো বটেই পাশাপাশি তাঁদের মাধ্যমে প্রচুর আমলা, কর্পোরেট এবং অন্যান্য চাকুরীজীবীরাও উপকৃত হবেন বলেই মনে করছেন আইআইএম-ইন্দোরের ডিরেক্টর হিমাংশু রাই।