সচিন-সৌরভকে সেরা বলছেন চ্যাপেল

 

সচিন-সৌরভ জুটিকে সাদা বলের ক্রিকেটে এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি মনে করেন এই জুটি বিরাট কোহলি- রোহিত শর্মা জুটির থেকে ভাল।

নিজের কলামে চ্যাপেল লিখেছেন  সচিন-সৌরভের যুগে আন্তর্জাতিক ক্রিকেটে  দুরন্ত সব ফাস্ট বোলার ছিল। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ব্রেট লি, গ্লেন ম্যাকগ্রা, চামিন্ডা ব্যাস, শন পোলক,  লাসিথ মালিঙ্গার মত বোলারদের এই জুটিকে খেলতে হয়েছে। সেই তুলনায় বর্তমানে বিরাট-রোহিত জুটির চ্যালেঞ্জ অনেক কম। তবে এদের দুজনের ধারাবাহিকতার প্রশংসা করেছে চ্যাপেল। তিনি মনে করেন বিরাট- রোহিত যদি সচিনের সমসংখ্যক ওয়ান ডে খেলার সুযোগ পায় তাহলে তাঁদের রান টপকে যাবে।

এছাড়াও বিরাট- রোহিতকে টি- টোয়েন্টিতে ভাল খেলার জন্য প্রশংসা করেছেন চ্যাপেল।  তিনি বলেছেন দুজনের  টি- টোয়েন্টিতে রেকর্ড খুব ভাল।  তবে এটাও মানতে হবে যে সচিন টি- টোয়েন্টি ক্রিকেট অনেক কম খেলেছে। আর সৌরভ টি- টোয়েন্টি শুরু হওয়ার আগেই অবসর  নিয়ে নিয়েছে। তবে ভারতীয় দর্শক সত্যি ভাগ্যবান যে তারা সামনে থেকে এই চার ব্যাটসম্যানকে খেলতে দেখার সুযোগ পেয়েছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...