প্রজাতন্ত্র দিবসে উড়বে চিনুক

৭১তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজধানীর রাজপথে  এবার বড় চমক ভারতীয় বায়ুসেনায় যুক্ত হওয়া হেভি কার্গো চিনুক আর অ্যাপাচে। 

এই  প্রথমবার প্রজাতন্ত্র দিবসের ফ্লাই পাস্টে অংশ নেবে এই দুই ‘হেভিওয়েট’ কপ্টার।

প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্টে ভারতীয় বিমান বাহিনীর  ২৬ জানুয়ারির প্যারেডে আইএএফ-এর মোট ৪১টি এয়ারক্র্যাফ্ট প্রদর্শিত হতে চলেছে এবার। এর মধ্যে রয়েছে ১৬টি ফাইটার, ১০টি ট্রান্সপোর্ট এয়ারক্র্যাফ্ট এবং ১৯টি হেলিকপ্টার। অত্যাধুনিক অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার থাকবে পাঁচটি।

chinuk-1

আমেরিকার বোয়িং কোম্পানির থেকে মোট ১৫টি চিনুক কপ্টার কেনার চুক্তি করেছে ভারত। তার মধ্যেচারটি ভারতের হাতে এসেছে।

প্রতিটি এয়ার ক্রাফটি রাষ্ট্রপতি ভবনের দিক থেকে ইন্ডিয়া গেটের দিকে উড়ে যাবে। ৬০ মিটার থেকে ৩০০ মিটার উচ্চতায়।

ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল শ্রীকান্ত শর্মা ভারতীয় বিমান বাহিনীর মার্চ পাস্টে নেতৃত্ব দেবেন। দুটি পর্যায়ে ফ্লাইপাস্ট হবে।

chinuk-2

প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রদর্শিত হতে চলেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ট্যাবলো। মোট পাঁচটি সিস্টেমই এবার প্রদর্শিত হতে চলেছে বায়ুসেনার প্রদর্শনীতে। আর তাদের মধ্যে রয়েছে রাফাল এয়ারক্র্যাফ্ট, লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট (LCA), লাইট কমব্যাট হেলিকপ্টার (LCH), আকাশ মিসাইল সিস্টেম এবং এয়ার টু এয়ার অস্ত্র মিসাইলের মডেল।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...