৪৭ এ বেশি অ্যাট্রাকটিভ

১৬ বছর বয়সে নয়। ৪৭ বছরে নিজেকে অনেক বেশি আকর্ষণীয় মনে করেন তিনি। তাঁর চোখের রহস্যে এক সময় মজে ছিল সারা দেশ। গ্ল্যামার ওয়ার্ল্ডে শুরুটাও ছিল মসৃণ গতিতেই। কিন্তু বাদ সাধল ক্যানসার।  

গ্ল্যামার দুনিয়া থেকে প্রায় ছিটকে গেলেন বলা যায়। কিন্তু জীবনে ফেরার লড়াই চালিয়েই যাচ্ছিলেন লিজা। মডেল, অভিনেত্রী লিজা রে।

সম্প্রতি প্রকাশিত হল লিজার লেখা বই 'ক্লোজ দ্য বোন'।বইটির পাবলিশার 'হারপার কলিন্স' নামক একটি সংস্থা

নিজেকে তিনি বলেন ক্যান্সার গ্র্যাজুয়েট’

২০০৯ সালে ক্যান্সার আক্রান্ত হন লিজা। মাল্টিপল মাইলোমা। ব্ল্যাড ক্যান্সার। দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন সুস্থ। ক্যান্সার নিয়ে সচেতনতা গড়ে তুলতে কাজও করেন।

 ১৯৯০ এর দশকে বম্বে ডাইং এর বিজ্ঞাপনে প্রথম আত্মপ্রকাশ করেন লিজা। মার্জার চোখের সুন্দরী ইন্দো- কানাডিয়ান লিজা মডেল দুনিয়ায় পা রেখেই হইচই ফেলে দিয়েছিলেন।

বলিউডে কেরিয়ার শুরু করেন ২০০১ সালে। ‘কসুর’ ছবি দিয়ে। বিপরীতে আফতাব শিবদৌসিনি।

অসুখের দিনগুলোর কথা উঠে এসেছে লিজার কলমে। ফুরোতে বসা জীবনের আলো কীভাবে আবার উজ্জ্বল শিখায় জ্বলে উঠল সে গল্প বলেছেন। ৪৭ বছরের অভিনেত্রী লিখেছেন, অসুখ তাঁকে বদলে দিয়েছে। জীবনের চড়াই-উৎরাইগুলো বদলে দিয়েছে জীবন সম্পর্কে পুরো দৃষ্টিভঙ্গিটাই। এখন তিনি যেমন ঠিক সেভাবেই ভালবাসেন নিজেকে। নিজেকে নিয়ে কোনও হীনমন্যতা নেই তাঁর। বলেছেন, এখন আমি নিজের ত্বক নিয়ে সব থেকে বেশি কমফর্টেবল।”

একটা সময় ছিল যখন অসুখের জন্য নিজের বদলে যাওয়া চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতাম। ষোল বছর বয়সের থেকে তিনি এখন অনেক বেশি আকর্ষণীয়।

গ্ল্যামার ওয়ার্ল্ড তাঁকে অন্যের ঠিক করে দেওয়া সৌন্দর্যের সংজ্ঞায় বাঁচতে শেখাত। যা তিনি বিশ্বাস করতেন না তেমন বিউটি প্রোডাক্ট সম্বন্ধেও  ভাল-ভাল কথা বলতে হত।

  একটা সময় ছিল যখন ক্যান্সারের চিকিৎসার প্রয়োজনে তাঁকে নিয়মিত স্টেরয়েড নিতে হতো তখন প্রায় ৪১ পাউন্ড ওভার ওয়েট হয়ে গিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও রেড কার্পেটে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

২০১২ সালে ক্যালিফর্নিয়ার ম্যানেজমেন্ট কনসালট্যান্ট জেসন ডেনহিকে বিয়ে করেন লিজা। দুই যমজ কন্যার মা হন। সেখানেই লড়াই করতে হয়েছে লিজাকে। ক্যানসারের কারনে ‘মা’ হতে পারবেন না বলে জানিয়েছিল ডাক্তার। কিন্তু তিনি সারোগেসির মাধ্যমে মা’ হবার সিদ্ধান্ত নেন।

লিজাকে 'ফোর মোর শটস প্লিজ' নামে একটি ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। লিজাকে কিছুদিনের মধ্যেই এ আর রহমানের সিনেমা '৯৯ সংস' এও দেখা যাবে।

'এভাবেও ফিরে আসা যায়'!

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...