প্রায় শেষের দিকে কড়া নাড়ছে আইলীগ। মোহনবাগান ছিটকে গেছে অনেক আগেই। কিন্তু কলকাতার আর এক প্রধান আইলিগে এবার বেশ ভালো জায়গায় রয়েছে। তবে বিগত দু-তিন বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে ইস্টবেঙ্গল গোটা আইলিগটা ভালো খেললেও শেষের দিকে এসে খেঁই হারিয়ে ফেলে। এবছর ও কি সেরকম হতে চলেছে। কারন ঘরের ম্যাচে চার্চিল ব্রাদার্স এর সাথে ১-১ ড্র করে লাল-হলুদ শিবির। তার আগের ম্যাচেই শিলং লাজংকে ৫-০ গোলে হারিয়ে একেবারে ধরাশায়ী করে দেয়। কিন্তু চার্চিল ব্রাদার্স এর ম্যাচে ড্র করে প্রশ্নের মুখে পড়ে আলেসান্দ্রো বাহিনী।
লাল-হলুদের এর পরের ম্যাচ আইজলের বিরুদ্ধে। ঠিক তারপরই তারা মুখোমুখী হবে রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে। এখন কথা হল কাশ্মীর আর ইস্টবেঙ্গল আছে একেবারে সমান জায়গায়। দুপক্ষই ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট পেয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। লীগ টেবিলের শীর্ষে আছে চেন্নাই। আর চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে। মোহনবাগানের সঙ্গে এই ম্যাচটা চেন্নাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। ঠিক ততটাই গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে। কারন এই ম্যাচে চেন্নাই জিতলে জয়ের লাইন প্রায় ছুঁয়ে ফেলছে। আর হারলে ইস্টবেঙ্গল তুলনামূলক নিরাপদে থাকছে। এখন এই শেষের ম্যাচগুলো তাই চেন্নাই, কাশ্মীর আর ইস্টবেঙ্গলের কাছে সমান গুরুত্বপূর্ণ। এখন এটাই দেখার কে এই হার্ডল টপকে ফিনিশিং লাইন ছুঁতে পারে।