জলবিদ্যুত প্রকল্পে জাপানের ঋনদান

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে রাজ্যের প্রস্তাবিত তুর্গা পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের জন্য হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে। এই প্রকল্পের জন্য খুব অল্প সুদে ৩০ বছরের জন্য  হাজার মেগাওয়াটের ঋণ পাচ্ছে রাজ্য। সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহেই তুর্গা প্রকল্পের ঋণের জন্য দিল্লিতে জাইকার সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটি চুক্তিও হতে চলেছে। যেখানে বিদ্যুৎ দপ্তর সহ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার কথা। বণ্টন সংস্থার এক কর্তা জানান, তুর্গা প্রকল্পে জমির সমস্যা অনেকটাই মিটেছে। ঋণ-চুক্তি হয়ে যাওয়ার এক মাসের মধ্যেই প্রকল্পের পরামর্শদাতা নিয়োগের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে দরপত্র চাওয়া হবে। সংস্থাটি পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ প্রকল্পের মূল নকশা-সহ অন্যান্য দিকগুলি খতিয়ে দেখবে। তাঁর আশা, সবকিছু ঠিকঠাক চললে ২০২২-’২৩ সালের মধ্যে তুর্গায় প্রথম ইউনিটটি চালু হয়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...