নর্দমা পরিষ্কার করতে এবারে অত্যাধুনিক মেশিন

এবার থেকে আর হাইড্রেনে নেমে নোংরা পরিষ্কার করতে হবে না। পুরসভার সাফাই কর্মীদের নর্দমায় নেমে ময়লা করার দিন এবার শেষ হতে চলেছে। কেন্দ্রীয় নগর-উন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ দেশের সমস্ত রাজ্যগুলিকে সম্প্রতি একটি  নির্দেশ দিয়েছেন। তাতে তিনি বলেছেন, "এবার থাকে হাইড্রেনে নেমে কোনও পুরসংস্থার সাফাই কর্মী নর্দমা পরিষ্কারের কাজ করবেন না। এই পদ্ধতি পরিবর্তন করে কর্মীদের এক ধরণের অত্যাধুনিক মেশিন দেওয়া হবে। এই মেশিনের মাধ্যমেই এবার থেকে হাইড্রেনের ময়লা পরিষ্কার করতে হবে। এই নিয়ম দেশের সমস্ত রাজ্যের পুরসভার ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে। স্বচ্ছ ভারত মিশন এর অধীনে এই পদ্ধতিতে দেশের কোনো রাজ্যের পুরনিগমের অধীনে সাফাই কর্মীদের আর হাইড্রেনে নেমে হাত দিয়ে নর্দমার নোংরা পরিষ্কার করতে হবে না। এই পদ্ধতি একদিকে যেমন অস্বাস্থ্যকর তেমন অমানবিক। এমন কি এতে জীবনের ঝুঁকিও আছে। এ ভাবে নর্দমা পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীর মৃত্যু পর্যন্ত ঘটেছে, এমন নজির আছে। তাই এই পদ্ধতি বাতিল করা হলো।" সমাজকর্মীরা কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, স্বাগত জানিয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলররাও। প্রত্যেকেই বলছেন, দেরিতে হলেও এই অমানবিক পদ্ধতি শেষ পর্যন্ত বাতিল হলো

               এই প্রসঙ্গে কলকাতা পুরসভার ১১২ নম্বর ওয়ার্ডের পুরপিতা গোপাল রায় জানান, "এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো। আমরা স্বাগত জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমাদের হাতে সেই  অত্যাধুনিক যন্ত্র নেই। তার উপর এখন বর্ষা কাল। নর্দমা পরিষ্কার না করলেই নয়। তাই যতক্ষণ অত্যাধুনিক যন্ত্র হাতে না আসছে ততক্ষণ হাইড্রেনে সাফাই কর্মীদের নামিয়ে নর্দমা পরিষ্কার করা ছাড়া অনন্য কোনও উপায় আমাদের হাতে নেই। বর্ষাকালে একদিন নর্দমা পরিষ্কার করা না হলে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টির জল জমে মানুষের চলাচল বন্ধ হয়ে যাবে।"

             কলকাতা কর্পোরেশন এর আধিকারিকরা কেন্দ্রের এই নির্দেশকে স্বাগত জানালেও এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা না থাকার জন্য হাইড্রেনে সাফাই কর্মীদের নামিয়েই আপাতত নর্দমা পরিস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন। তবে এই পদ্ধতি যে অস্বাস্থ্যকর ও অমানবিক তাও তাঁরা মেনে নিয়েছেন । 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...