সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে পাঠ্যক্রম, সব কিছুই পুরোপুরি পাল্টেছে। অর্থাৎ ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে দু’টি সিমেস্টারে এবং একাদশের পরীক্ষা হবে দু’টি সিমেস্টারে। এই বিষয়ে আগেই জানা গিয়েছে।
তবে, একদিকে যেমন, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা ও পাঠ্যক্রম পদ্ধতিতে বদল আনছে। ঠিক সেইভাবে অন্যদিকে, এখনই সিবিএসই এবং সিআইএসসিই বোর্ড কোনওরকম বদল আনার ইঙ্গিত দিচ্ছে না।
সম্প্রতি সিবিএসই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে ওই বোর্ডের অধীনে থাকা সমস্ত স্কুলগুলির অধ্যক্ষেরা জানিয়েছেন যে এখনই একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমে সেইরকম কোনও বদল নেই এবং প্রত্যেক পরীক্ষা আগের পদ্ধতিতেই হবে।
তবে, সিবিএসই বোর্ড জানিয়েছেন যে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে বদল আসবে। সম্প্রতি নতুন পাঠ্যপুস্তক প্রকাশ করা হবে। তাঁরা জানিয়েছে যে এনসিইআরটি (ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং) ওই দুই শ্রেণির পাঠ্যপুস্তক তৈরি করছে এবং খুব শীঘ্রই সেগুলি প্রকাশিত হবে।
একইভাবে, সিআইএসসিই বোর্ডের অধীনে থাকা স্কুলগুলির অধ্যক্ষেরাও এই বিষয়ে জানিয়েছেন যে তাঁদের কাছে আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির পরীক্ষা পদ্ধতিতে বদল সংক্রান্ত কোনও নির্দেশিকা আসেনি।
এই বিষয়ে জি ডি গোয়েনকা পাবলিক স্কুলের অধ্যক্ষা, সুজাতা চট্টোপাধ্যায়, জানিয়েছেন যে নতুন জাতীয় শিক্ষানীতিতে তৃতীয় এবং ষষ্ঠ শ্রেণি খুবই গুরুত্বপূর্ণ। ফলে, ওই দুই শ্রেণির পাঠ্যক্রম কিছু বদলাতে পারে বলে জানতে পেরেছেন তিনি। তবে সিবিএসই দ্বাদশের পরীক্ষা পদ্ধতিতে বদলের কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত তাঁদের কাছে নেই।
অন্যদিকে, সিআইএসসিই বোর্ডের অধীনস্থ রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ, সুজয় বিশ্বাস, জানিয়েছেন যে ইতিমধ্যেই আইএসসি-র পাঠ্যক্রম প্রকাশিত হয়েছে। ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিকের মতো সিমেস্টার পদ্ধতিতে দ্বাদশের পরীক্ষা সংক্রান্ত এখনও কোনও নির্দেশিকা পাননি তাঁরা।