আইপিএল উদ্ধোধনে হৃত্বিক রোশন

প্রত্যেক বছর আইপিএল-এর উদ্ধোধন হয় বলি তারকাদের চোখ ধাঁধানো ও মঞ্চ মাতানো অনুষ্ঠান দিয়ে। এবছর অর্থাৎ একাদশতম আপিএলও তার ব্যতিক্রম নয়। এবারে মঞ্চ মাতানোর কথা ছিল “খিলজী” অর্থাৎ রনবীর সিং-এর, কিন্তু সেগুড়ে বালি, একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে গিয়ে কাঁধে চোট পান তিনি। ডাক্তার তাকে  ১ মাসের জন্য বিশ্রাম নেওয়ার পরামর্শ  দেন। তাই তিনি এই আইপিএলে পারফর্ম করতে পারবেন না। জানা গেছে রনবীরের পরিবর্তে ৭-ই এপ্রিল ওয়াংখেড়ের মঞ্চে ধুম মাচাতে আসছেন বলিউডের গ্রীক গড হৃত্বিক রোশন।

রনবীর সিং নিজেকে উদ্ধোধনী অনুষ্ঠান থেকে সরিয়ে নেওয়ার পর আইপিএল কতৃপক্ষের তরফ থেকে যোগাযোগ করা হয় হৃত্বিকের সঙ্গে এবং তিনি রাজি হয়ে যান। উদ্ধোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানোর প্রস্তুতি তিনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এবং সেই ছবি সোশাল মিডিয়াতেও দিয়েছেন।

Read Also :  বোসপুকুর তালবাগান সর্বজনীন | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

হৃত্বিক ছাড়াও সেদিন পরিনিতি চোপড়া, বরুন ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্ডেজের মতন বলি পাড়ার তারকাদের ওয়াংখেড়েতে অনুষ্ঠান করতে দেখা যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...