হলিউডে রিমেক হতে চলেছে বলিউড ছবি ‘সুপার থার্টি’র। হলিউডের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে ছবির প্রযোজক শুভাশিস সরকারের প্রাথমিক আলোচনাও হয়েছে প্রাথমিক পর্যায়ে।
বলিউডের একটি সূত্রের খবর অনুযায়ী, সুপার-থার্টি’র গল্প পছন্দ হয়েছে প্রযোজনা সংস্থার। তাদের মতে সুপার-থার্টি’ এই সময়ের অন্যতম সেরা ভারতীয় ছবি। সমাজের পিছিয়ে পড়া অনুন্নত শ্রেণির শিক্ষার বাস্তব ছবি উঠে এসেছে।
বিকাশ বহেল পরিচালিত ‘সুপার থার্টি’র কাহিনী পটনার এক অঙ্কের শিক্ষককে নিয়ে। আনন্দ কুমার নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুত করেন আনন্দ। আনন্দের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা হৃতিক রোশনকে।
হিন্দি ছবির চিত্রনাট্য যিনি করেছিলেন সেই সঞ্জীব দত্তই হলিউডের জন্য চিত্রনাট্যের কাজ করবেন। তারপর চূড়ান্ত হবে কাস্টিং। আনন্দের চরিত্রে কোন হলিউড অভিনেতাকে দেখা যাবে সে নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। ‘ সুপার-থার্টি’র হলিউড রিমেকে আনন্দ কুমার টিমের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।
হলিউডের একাধিক সংস্থা আগ্রহ দেখিয়েছে ছবিটি নিয়ে। ভারতে বক্স অফিসেও সফল সুপার থার্টি ২০০ কোটি ক্লাবের সদস্য। ছবির বিষয়ের কারণে দিল্লি ও গুজরাটে করমুক্ত করে দেওয়া হয়েছিল।