আমাদের শৈশব আজ স্মৃতির মণিকোঠায় লুকিয়ে আছে। আজকের দিনে, যেখানে মানুষ প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে, নগরায়ণের যুগে হারিয়ে যাচ্ছে সেইসব স্মৃতি যা আমাদের শৈশবকে আলোকিত করেছিল। সেই শৈশবকে আবারও ফিরে পেতে উদ্যোগী হতে চলেছে হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ।
‘জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় জিয়ো বাংলার স্টুডিওতে উপস্থিত ছিল সলপ মঠবাগান সংঘ। সঞ্চালক ইকেবানার সাথে নিজেদের পুজো নিয়ে কথা বললেন ক্লাবের সদস্য শুভ্রজ্যোতি দাস ও তীর্থব্রত মুখার্জী এবং এবছরের শিল্পী অভিজিৎ মন্ডল।
এই বছর হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ ক্লাবের দুর্গাপুজো ৭৫তম বর্ষে পা দিয়েছে, অর্থাৎ বিশেষভাবে তারা তাদের পুজো উদযাপন করতে চলেছে তা বলাই বাহুল্য। এই বছর ২৯ সেপ্টেম্বর তারা তাদের পুজোর উদ্বোধন করতে চলেছে।
হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ প্রতিবছরই উল্লেখযোগ্য বিষয় নিয়ে থিম পুজো করে থাকে, আর এই বছরও তার অন্যথা হচ্ছে না। এই বছর তাদের থিম ‘শৈশবে ফিরে দেখা’। অর্থাৎ আমাদের শৈশবে যা কিছু আজ হারিয়ে গেছে সেটিকেই আবারও থিমের মাধ্যমে ফিরে পাওয়া। আর শৈশবের দুর্গাপ্রতিমার আদলে একেবারে সাবেকি প্রতিমা তৈরি করতে চলেছে তারা।
এরপর ভোগের কথায় আসলে বলতেই হয়, বেশ বড়সড় আয়োজন করতে চলেছে হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ। সপ্তমী থেকে নবমী পর্যন্ত পাড়ার সকলকে ভোগ খাওয়াতে চলেছে তারা।
হাওড়া স্বাস্থ্য ও সংস্কৃতি সংসদ ক্লাবের পুজো দেখতে আসতে গেলে হাওড়া স্টেশন থেকে কদমতলা যাওয়ার কোনও বাস ধরে নামতে হবে কদমতলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে কিছুটা হাটলেই পেয়ে যাবেন তাদের পুজোমন্ডপ।