বর্তমান আর ইতিহাস যখন মুখোমুখি দাঁড়ায় তখন ইতিহাস দেখে বর্তমানের এক ভালো লাগার আবেশ তৈরি হয়। বর্তমানের সম্মুখীন হয়ে ইতিহাসেরও কি খানিক বিস্ময় জন্মায়! বর্তমানও যে একসময় ইতিহাস হওয়ার পথে এগিয়ে চলেছে। সে যাই হোক। এই ইতিহাসকে সঙ্গী করে হাওড়ায় গঙ্গার ধারে গড়ে উঠেছে রেলওয়ে মিউজিয়াম। রেল যা ভারত তথা বিশ্বের যোগাযোগের ক্ষেত্রে আমূল বদল ঘটিয়ে শিল্প তথা যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছিল। ভারতে প্রথম রেল চালু হয় ১৮৫১ সালে মুম্বাই থেকে থানে। বর্তমানে রেল ছাড়া যোগাযোগ ব্যবস্থার কথা আমরা ভাবতেই পারি না।
"কু ঝিক ঝিক" পেরিয়ে আজকের রেলের বিবর্তনের দীর্ঘ ইতিহাস দেখা যাবে হাওড়া রেল মিউজিয়ামে। ২০০৬ সালে এপ্রিল মাসে এটি চালু হয়। ভারত তথা বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন থেকে আজকের লোকোমোটিভ সমস্ত ইঞ্জিনের বিবর্তনের ইতিহাস ছবি সহ প্রদর্শনের ব্যবস্থা রয়েছে এখানে। শুধু ইঞ্জিন নয়, কোচ, ওয়াগানের ধারাবাহিক পরিবর্তনের সাক্ষীও এই মিউজিয়াম। ছবির পাশাপাশি রয়েছে ইঞ্জিন, ওয়াগন আর কোচের ছোট ছোট মডেল। ন্যারো থেকে ব্রড গেজ সব ধরনের কোচের দেখা মিলবে।
গেট দিয়ে ঢুকে বাঁ হাতে পড়বে একটি শেড। সেই শেডে রয়েছে রিয়েল ইঞ্জিন আর কোচের পাশাপাশি বিভিন্ন রকমের মডেল। কাঞ্চনজঙ্ঘা ফার্স্ট ক্লাস কোচ থেকে ব্রিটিশ অফিসাররা কি রকম কামরায় ভ্রমণ করতেন সেসব নিজের চোখে দেখে ইতিহাসকে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করা যায়। কাঠের স্লিপার কোচ চোখ জুড়িয়ে দেয়! চেয়ার কোচও বেশ সুন্দর! কাঠ থেকে মেটাল সব ধরনের বগি এখানে রাখা আছে।
সেখান থেকে বেরিয়ে এলে দেখা যাবে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোচের মডেল আর রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন অজানা বিষয়। মিউজিয়ামের ভিতরের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেল চোখে পড়বে একটি হেরিটেজ হল। সেখানে রেলের বিভিন্ন ছবি ডিসপ্লে করা আছে। আর আছে হাওড়া স্টেশনের একটি হুবহু মডেল। হেরিটেজ হলের সামনে থেকেই ছাড়ছে টয় ট্রেন। পুরো মিউজিয়াম একচক্কর ঘুরিয়ে নিয়ে আসবে। টয় ট্রেনে বসে আপনি বিক্ষিপ্তভাবে রেলের বিভিন্ন বগি দেখতে পাবেন। টয় ট্রেনের টিকিট মূল্য জন প্রতি দশ টাকা।
মিউজিয়ামের ভিতরের জল আর খাবারের ব্যবস্থা রয়েছে। খাবারের একটি কিয়স্ক রয়েছে। তার সামনে রয়েছে বসার ব্যবস্থা। আপনি সেখানে বসে খেতে পারেন। সময়ের কোন বাধ্যতা নেই। সন্ধ্যে বেলায় চুপচাপ বসে সময় কাটানোর জন্য এই মিউজিয়াম চমৎকার। মিউজিয়াম কতক্ষণ খোলা থাকে? দুপুর ১২টা থেকে রাত ৮টা। আর টিকিট মূল্য কত? বড়দের জন্য ৩০ টাকা আর তিন বছরের উপরে বাচ্চাদের জন্য ১৫ টাকা।
কী করে যাবেন? ফোরশোর রোডের উপর রেল মিউজিয়াম। হাওড়া স্টেশনের সাউথ-ইস্টার্ন রেলওয়ে কমপ্লেক্সের ঠিক পিছনে। স্টেশন থেকে দশ মিনিট হাঁটা পথ। হাওড়া ফেরি ঘাটের বিপরীতে। কলকাতার যেকোনো জায়গা থেকে ক্যাবে বা বাসে করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত মিউজিয়াম খোলা।